বাংলারজমিন

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ

বাংলারজমিন ডেক্স

৪ এপ্রিল ২০২০, শনিবার, ৬:১৭ পূর্বাহ্ন

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন সংকট মুহুর্তে হোম কোয়ারেন্টিনে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে দেশের বিভিন্ন  জেলা-উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানে রিপোর্টে-

আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলী উপজেলার  কুকুয়া  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  হতদরিদ্র কর্মহীন ৮০জনকে খাদ্র সামগ্রী দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ কেজি চাল, ৩ কেজি আলু  ১ কেজি তৈল ১ কেজি ডাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুর সহযোগীতায় ও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অঘোষিত লক ডাউনের ফলে কর্মজীবী হতদরিদ্র ও অসহায় পরিবারের খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ৪ শতাধিক পরিবারের মাঝে ৫  কেজি চাল, ২কেজি আলু, ৫’শ গ্রাম করে মশুরের ডাল, পিয়াজ, তেল বিতরণ করা হয়।  
 
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় গৃহে থাকা কর্মহীন ১৭৫ পরিবারে  মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন উদ্দীনে পক্ষ থেকে ৪ নং শিবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন দুঃস্থ পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় এ খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। এ সময় এলাকার কর্মহীন ও দুঃস্থ পরিবারের হাতে ১০ কেজি চাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি আলু, ১ কেজি তেল দেয়া হয়।  
 
গফরগাঁও প্রতিনিধি জানান, কফরগাঁয়ে কর্মহীন হয়ে পড়া শতাধিক হতদরিদ্র, দিনমজুর, দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ‘গফরগাঁও ৯৮ ব্যাচ’।পৌর এলাকার শিলাসীর কড়ইতলা, চরজন্মেজয়, রাঘাইচটি, বাসুটিয়া, উথুরী, ভারইল, বখুরা ও চরআলগী গ্রামে শুক্রবার রাতে বাড়ি বাড়ি ঘুরে একশ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেয়া হয়। এ সময় প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, তিন কেজি ডাল, পাঁচ কেজি আলু, চার কেজি পেঁয়াজ, এক কেজি হুইল পাউডার, একিট সাবান ও এক কেজি করে লবন বিতরণ করা হয়।

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, গভীর রাতে দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তুলে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। গত শুক্রবার তিনি তার নির্বাচনী এলাকার কোহিত মোড়, ওয়াবদা বাঁধ এলাকাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দেন। এ সময় সাহায্য পাওয়া ফাহিমা খাতুন বলেন, এমপি সাহেব যে আমাদের সাহায্য করতে এত রাতে বাড়ি আসবেন তা আমরা ভাবতেই পারিনি।
 
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, সম্প্রতি নভেল করোনা ভাইরাসে থমকে যাওয়া অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘মেসার্স বন্ধু ব্রিকস’। শনিবার ধামইরহাট উপজেলার ৭ নং ওয়ার্ড মঙ্গলকোটা গ্রামে মানবতার হাত বাড়িয়ে দিতে ছুটে যান অসহায় বৃদ্ধের বাড়িতে। সেখানে তারা বৃদ্ধের হাতে ১৬ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ৪ কেজি আলু, ১কেজি লবণ এবং একটি সাবানসহ ১৫ দিনের খাবার তুলে দেন।  

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, শাহজাদপুরে এক হাজার মানুষের মাঝে মাস্ক, সাবান ও টিসু বক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সংগঠনের শাহজাদপুর উপজেলা শাখা কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবলা। পরে তিনি পৌর এলাকা সহ উপজেলার নরিনা, গাড়াদহ ও কায়েমপুর ইউনিয়নের পাড়া- মহল্লা ও হাটে-বাজারে ঘুরে ঘুরে এলাকার নিম্ন আয়ের নানা শ্রেণি পেশার মানুষের মাঝে এক হাজার মাস্ক, এক হাজার সাবান ও এক হাজার টিস্যু বক্স বিতরন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status