বাংলারজমিন

জনগণকে ঘরে রাখতে

ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৮:১৩ পূর্বাহ্ন

করোনা হাত থেকে রক্ষার্থে জনগণকে ঘরে রাখতে শুক্রবার বিকালে নগরীর গাঙ্গিনারপাড়, সানকিপাড়া, জামতলা, অনন্যা আবাসিক এলাকায় যৌথ টহল অভিযান চালায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম। টহল দল বিভিন্ন এলাকা প্রদক্ষিনকালে জন সচেতনমূলক প্রচারনা চালান। সকলকে ঘরে থাকার অনুরোধ জানান। মাইকিংএ বলেন,করোনা কোন আতঙ্ক নয়। ঘরে থাকুন, নিজে বাচুন অন্যকে সংক্রমিত হওয়া থেকে বাচান। করোনা প্রতিহত করতে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুন । অযথা বাহিরে ঘুরাঘুরি করবেন না। বিশেষ প্রয়োজনে বাহিরে বের হলেও মাস্ক ব্যবহার করুন। বিদেশ থেকে আগতরা হোম কোয়ারান্টিনে থাকুন।যৌথ টহল দল এর আগে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় সড়কে চলাচলকারীদের গন্তব্য সম্পর্কে জানতে চান। দ্রুত বাড়িঘরে চলে যাওয়ার কথা বলেন। তবে বেশ কয়েকটি এলাকায় উৎসুক জনতা টহলদলের উপস্থিতি দেখে চলে গেলেও একটু পরেই আবার রান্তায় নেমে আসতে দেখা যায়। যা প্রশাসনকে চরম অসহযোগিতা বলে মনে করছে সচেতন সমাজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status