খেলা

কোয়ারেন্টিনে থেকে বিরক্ত, টেনিস সুন্দরী পালিয়ে গেলেন মরুভূমিতে!

স্পোর্টস ডেস্ক

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৫:১৭ পূর্বাহ্ন

 

বিশ্বজুড়ে লকডাউন। চার দেয়ালে আটকে গেছে মানুষের জীবন। করোনা ভাইরাস থেকে বাঁচতে থাকতে হবে ঘরে। কিন্তু কতদিন বন্দি থাকা যায়? কানাডিয়ান টেনিস সুন্দরী ইউজেনি বুচার্ডের বিরক্তিই ধরে গিয়েছিল। তাজা বাতাস নিতে তাই ছুটলেন মরুভূমিতে।

দুদিন আগে লাস ভেগাসের কাছে মোজাভে মরুভূমির রেড রক ক্যানিয়ন ঘুরে দেখেন বুচার্ড। সেখানকার কয়েকটি ছবি পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘সামাজিক দূরত্ব’।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি খুবই নাজুক। প্রতিদিনই সেখানে লাশের সারি দীর্ঘ হচ্ছে। এমন পরিস্থিতিতে বুচার্ডের এভাবে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়াটা ভালোভাবে নেয়নি অনেকে। একজন লিখেন, সামাজিক দূরত্বই যদি পালন করো তবে ছবিটা কে তোলে দিলো?

কিছুদিন আগে একটি টুইট পোস্ট দিয়ে আলোচনায় আসেন ২৫ বছর বয়সী বুচার্ড। ১৯শে মার্চ তিনি লেখেন, ‘আমি কোনো অভিযোগ করছি না। তবে একটা বয়ফ্রেন্ড থাকলে কোয়ারেন্টিনের সময়টা আরো মজার হতো বলে হয় আমার।’ বুচার্ড জানান, ওই পোস্টের পরে মেসেজের পর মেসেজ আসতে থাকে তার ইনবক্সে।

২০১৪ উইম্বলডনে ফাইনালে ওঠে ইতিহাস গড়েন বুচার্ড। কানাডায় জন্ম নেয়া প্র্রথম কানাডিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলেন তিনি। যদিও শিরোপা জিততে পারেননি। পেত্রা কেভিতোভার কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। সে বছরই অস্ট্রেলিয়া ও ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন বুচার্ড। ফর্ম ধরে রাখতে না পারায় নামতে নামতে র‌্যাঙ্কিংয়ে ৩৩২ নাম্বারে নেমে গেছেন তিনি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status