অনলাইন

জেলা-উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ

বাংলারজমিন ডেস্ক

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:২১ পূর্বাহ্ন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে দেশের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানে রিপোর্টে-
 
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউস চত্বরে সমাজের অনগ্রসর, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবান, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণকালে দুর্যোগ মোবাবেলায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহŸান জানান সিটি মেয়র। এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, উপপুলিশ কমিশনার মো. এহসান শাহ এবং খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। সিটি মেয়র ও জেলা প্রশাসক দুইশ জনের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

নাটোর প্রতিনিধি: কর্মহীন  অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গেয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন নাটোরের স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। বৃহস্পতিবার সকালে নাটোরের নলডাঙ্গা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক, মুশফিকুর রহমান মুকু, ভারপ্রাপ্ত পৌর মেয়র সাহেব আলী প্রমুখ।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকা নি¤œআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে মোংলায় নৌবাহিনীর কন্টিনজেন্ট চত্বরে খুলনা নেভাল এরিয়ার সৌজন্যে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমজীবী ৩শ অসহায় পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন খুলনা নৌঅঞ্চলের নৌবাহিনীর আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, সারা বিশ্ব করোনা ভাইরাসের কারনে এক মহামারির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমতবস্থায় যারা সক্ষম না এবং শ্রমিক-দিনমজুর তাদের পাশে আমরা আছি। নৌবাহিনীর সদস্যদের মধ্যে থেকে রসদ সংগ্রহ করে তাদের আমরা সাহায্য করে থাকি। আমাদের প্রধান কাজ বর্তমান পরিস্থিতিতে সামাজিক দুরত্ব সৃষ্টি করা, বিদেশ থেকে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং জনসমাগম এড়াতে কিছু নিয়ম-শৃংখলা সমাজে বাস্তবায়ন করা। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিনি, লবন, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ৭৫ জন কর্মহীন দরিদ্র নারী পুরুষের মাঝে বিনা মূল্যে চাল, ডাল, তেল, আলু, চিনি, লবন সাবান বিতরন করেছেন কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালীর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা কর্তৃক বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার তত্ত¡াবধানে একটি টিম ইটবাড়ীয়া ইউনিয়নে গরীব, দুঃস্থ এবং কর্মহীন পরিবারের  মাঝে খাদ্যসামগ্রী ও সেনিটারি আইটেম বিতরণ করে। কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালীর কমান্ডার এম মামুনুর রশীদ ও নির্বাহী কর্মকর্তা কমান্ডার  এম আবু সাঈদ এর নেতৃত্বে খাদ্যসামগ্রী ও সেনিটারি আইটেম বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্জন লে. এম ফাইজুর রহমান মিরাজ, ইটবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জোমাদ্দার, স্থানীয় সাংবাদিকবৃন্দ।  

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি জানান, করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারা এমন কর্মহীন শ্রমজীবী নি¤œ আয়ের মানুষদের খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ। রেলপথ মন্ত্রীর ব্যত্তিগত তহবিল থেকে গতকাল বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার বোদা,বড়শশী ও চন্দনবাড়ি তিনটি  ইউনিয়নের করোনার কারণে ঘরে বসে থাকা ৩ হাজার কর্মহীন শ্রমজীবী নীম্ন আয়ের মানুষের মাঝে ৩ হাজার প্যাকেট খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।  

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের দেলদুয়ারে করোনা ভাইরাস প্রতিরোধে পিপিই ও কর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের পিপিই এবং এলাসিন ইউনিয়নের কর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। উপজেলা পরিষদ মিলনায়তনে পিপিই বিতরণ অনুষ্ঠানে ইউএনও মাহমুদা আক্তারের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, সহকারি কমিশনার (ভূমি) রোজলিন শহীদ চৌধুরী, ওসি এ.কে সাইদুল হক ভূইয়া, আ.লীগ সভাপতি মো. ফজলুল হক, সাধারন সম্পাদক এম.শিবলী সাদিক, সকল ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি জানান, করোনা ভাইরাসে গণসচেতনতা সৃষ্টিতে হোম কোয়ারেন্টিনে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো মানুষের পাশে’। জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে বৃহষ্পতিবার দুপুর ১২টায় সংগঠনের কার্যক্রম শুরু করে। প্রাথমিক পর্যায়ে মনাকষা ক্লাব মাঠে সরকারে নির্দেশিত নীতিমালা অনুযায়ী অসহায় দু:স্থদের মাঝে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status