বিনোদন

পুরোনো সব ভুলে...

বিনোদন ডেস্ক

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১২:০৪ অপরাহ্ন

পুরোনো সব ভুলে আবার নতুন করে একসঙ্গে ঘর বাঁধতে চান ব্রাড পিট ও জেনিফার অ্যানিস্টোন। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, তারা একে অন্যের খেয়াল রাখছেন। এই জুটি শিগগির তাদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এমনকি আবার ঘর বাঁধার কথাও ভাবছেন তারা। জেনিফার অ্যানিস্টোনের মুখপাত্র নিশ্চিত করেছে, তারা একে অন্যকে সময় দিচ্ছেন। অবশ্য ভক্তরা এ বছর ২০শে জানুয়ারি ২৬তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের(এসএজি) তারাঝলমলে রাতেই টের পেয়েছিলেন। সে অনুষ্ঠানে তাদের প্রেম এড়ায়নি ক্যামেরার চোখ।


লালগালিচায় পিট আর অ্যানিস্টোনের দুষ্টু মিষ্টি রসায়ন ধরা পড়েছে ক্লিকে ক্লিকে। এসএজির রাতে সেরা সহ–অভিনেতার পুরস্কারটি শোভা পেয়েছে ব্রাড পিটের হাতে। বিজয়ীর বক্তব্যে তিনি সামনে বসা অ্যানিস্টোনের সঙ্গে পুরোনো সম্পর্ক নিয়ে মজা করতে ছাড়েননি। বলেছেন, সত্যি বলতে কি, আমার জন্য এই চরিত্র কঠিন ছিল। কারণ, আমি এমন এক পুরুষ, যে মাতাল হয়ে শার্ট খোলে। কিন্তু স্ত্রীর সঙ্গে কখনো খারাপ আচরণ করেনি। ব্রাড পিটের এ বক্তব্য শুনে সবাই হেসেছে, হাততালি দিয়েছে। ক্যামেরা খুঁজে খুঁজে সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টোনের প্রতিক্রিয়া দেখেছে। ২৬ বছর আগে ১৯৯৪ সালে এই দুই তারকার দেখা হয়েছিল জনপ্রিয় সিটকম শো ‘ফ্রেন্ডস’ এর সেটে। সেখান থেকে বন্ধু হয়েছিলেন তারা।


এরপর পেরিয়ে যায় চার বছর। ১৯৯৮ সালে পিট ও অ্যানিস্টোন- দুজনেরই ম্যানেজার ঘোষণা করেন, প্রেম করছেন এই জুটি। দুই বছর প্রেমের পর ২০০০ সালে জেনিফার অ্যানিস্টোন আর ব্রাড পিটের বিয়ে হয়। তারপর সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকেন। এভাবে কাটে পাঁচ বছর। কিন্তু তারপর বিচ্ছেদ। ২০০৫ সালের জানুয়ারিতে তারা ঘোষণা দেন, বিচ্ছেদ চাইছেন তারা। তারপরতো ব্রাডের জীবনে আসেন অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু বছর কয়েক পর সে সংসারেও বিচ্ছেদ হানা দেয়। এরপর দীর্ঘ এক শূন্যতা শেষে পুরোনো সব কথা মুছে এখন নতুন করে একসঙ্গে নিজেদের গল্প লিখতে চান এই জুটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status