বিশ্বজমিন

ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনকারী সাংবাদিকদের সুরক্ষা কিট দেবে পাকিস্তান সরকার

মানবজমিন ডেস্ক

১ এপ্রিল ২০২০, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কোয়ারেন্টিন কেন্দ্র, নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পরিদর্শনকারী সাংবাদিকদের সুরক্ষা কিট দেবে পাকিস্তান সরকার। পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান বুধবার এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন। বলেছেন, সাংবাদিকরা করোনা ভাইরাস মোকাবিলার ফ্রন্টলাইনে রয়েছেন। তাদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে সরকার। এ খবর দিয়েছে দ্য ডন।
আওয়ান জানান, পাকিস্তান সরকার শিগগিরই ‘কেয়ার ফর মিডিয়া’ নামের একটি অ্যাপ চালু করবে। গণমাধ্যম কমিউনিটির কেউ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় সে বিষয়ে সকল সাংবাদিকদের কাছে অ্যাপটির মাধ্যমে তথ্য পৌঁছে যাবে।
আওয়ান গণমাধ্যমের মালিকদের প্রতি প্রেসক্লাবগুলোর দিকে নজর দিতে বলেছেন। তিনি বলেন, ভাইরাস মোকাবিলায় জারি করা লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হকাররা। পত্রিকার বিতরণ বিঘ্নিত হয়েছে। তিনি বলেন, সরকাররের এহসাস ইমার্জেন্সি ক্যাশ প্রোগ্রামে হকারদেরও অন্তর্ভুক্ত করা উচিৎ। এছাড়া, গণমাধ্যমের কাছে পাওনা অর্থ চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই পরিশোধ করতেও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status