অনলাইন

৭২ প‌রিবা‌রের হা‌তে খাবার তু‌লে দি‌লেন পূর্ণমতি হেল্প জোন

স্টাফ রিপোর্টার

১ এপ্রিল ২০২০, বুধবার, ৮:১৬ পূর্বাহ্ন

" ‌‌‌‍ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি"  কবি সুকান্ত ভট্টাচার্য্যের  কবিতার এ লাইনের মাধ্যমে বলেছেন ক্ষুধার কাছে মানুষ কতটা অসহায়।  করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীতে আজ শতাব্দীর সংকটময় সময় পার করছে। এই ভাইরাসের সাথে প্রতিনিয়ত লড়াই করছে  সমাজের নিম্ন আয়ের মানুষ। এক একটা দিন যেন এক একটা বছর মনে হচ্ছে এ মানুষগুলোর কাছে। এরকম অসহায় পরিস্থিতিতে মনে হয় আর পরেনি কখনো,চোখে মুখে এক রাজ্যের হতাশা আর হাজারো প্রশ্ন স্পষ্ট ফুটে উঠেছে, কিভাবে পরিবারের সদস্যদের মুখে দু'বেলা দুমুঠো খাবার তুলে দিবে,কখন শেষ হবে  এ দুঃসময়? এ প্রশ্নগুলোর যেন কোন উত্তর নেই। যে মানুষগুলো সারা জীবন পরিশ্রম করে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিয়েছে কখনো কারও কাছে হাত পাততে হয়নি  সেই মানুষগুলো আজ নিরুপায় হয়ে অন্যের সাহায্যের জন্য চেয়ে আছে। কারণ মহামারি করোনা'র জন্য  বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগার। ভাইরাসের কাছে হার মানার আগেই হার মানতে হচ্ছে  ক্ষুধার কাছে। বের হতে পারছে না কাজের জন্য, আবার অনেকই উপায় না পেয়ে কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু মিলছে না কোন কাজ,ফলে দিনশেষে খালি হাতেই ঘরে ফিরতে হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো। সমাজের এই নিম্ন আয়ের মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের তরুণরা। "পূর্ণমতি হেল্প জোন" নামে সংগঠনটি আর্থিকভাবে সচ্ছল এমন লোকদের থেকে টাকা তুলে  ৭২  টি পরিবারে চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু,সাবান বিতরণ করছে। এছাড়াও সংগঠনটি করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। সংগঠনটির সদস্য সিয়ানুল ইসলাম বলেছেন, ভবিষ্যতেও তারা যেন এভাবে মানুষদের পাশে দাঁড়াত পারেন এ জন্য সবার সহযোগিতা আশা করছে।সংগঠনটির আরেক সদস্য  মামুন বলেছে হতে পারে ৭২ টি পরিবার খুব অল্প কিন্তু আমরা সবাই যদি আমাদের সাবার জায়গা থেকে এভাবে এগিয়ে আসি তাহলে ৭২টি থেকে আমরা ৭২ লক্ষ পরিবারকে সাহায্য করতে পারব, হাসি ফুটাতে পারব এ মানুষ গুলোর মুখে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status