বিশ্বজমিন

চীনে একদিনে উপসর্গহীন ১৩৬৭ আক্রান্ত চিহ্নিত

মানবজমিন ডেস্ক

১ এপ্রিল ২০২০, বুধবার, ৮:০১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায়নি একদিনে এমন ১ হাজার ৩৬৭ জন্য ব্যক্তিকে শনাক্ত করেছে চীন। এ প্রথম দেশটিতে এত সংখ্যক উপসর্গহীন করোনা রোগী শনাক্ত হলো। এরা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও, তাদের শরীরে জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনো লক্ষণ দেখা যায়নি। এ খবর দিয়েছে দ্য ব্রাসেলস টাইমস।
খবরে বলা হয়, পূর্বে সরকারি হিসাবে এ ধরনের উপসর্গহীন রোগীদের সংখ্যা বাদ পড়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটি অনুসাররে, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি। আক্রান্তের দিক দিয়ে একক দেশ হিসেবে চতুর্থ স্থানে রয়েছে দেশটি। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেহেতু উপসর্গহীনদের বাদ রাখা হয়েছে এতদিন, তাই আক্রান্তের প্রকৃত সংখ্যা আরো বহু বেশি হতে পারে। বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় ১ লাখ ৯০ হাজার। ১ লাখ ৫ হাজার ৭৯২ জন আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। তৃতীয় স্থানে থাকা স্পেনে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ছাড়িয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status