অনলাইন

রামেক ল্যাবে করোনা টেস্ট শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১ এপ্রিল ২০২০, বুধবার, ৭:০৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্তরোগি শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবের কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ল্যাবটির কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।এর মধ্য দিয়ে ঢাকার বাইরে প্রথম রাজশাহীতে করোনা পরীক্ষার ল্যাবচালু করা হলো। কার্যক্রম শুরুর দিনে ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে নিয়েছেন চিকিৎসকরা। যার মধ্যে ৪টি নমুনা বগুড়া জেলা থেকে এসেছে। অপরটি রাজশাহীতে আইসোলেশনে থাকাএকজন যুবকের। রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, ‘ঢাকা থেকে টেকনিশয়ানদেরদুইটি দল পাঁচ দিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছেন। গত মঙ্গলবার আরপি পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়। ওই দিনে আমরা ২৪০টি কিট পেয়েছি। যা নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। এই ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে।’তিনি আরো বলেন, সবাইকে বিভাগ ভাগ করে দেয়া হয়েছে। ল্যাবে একদিনে সর্বোচ্চ ৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। পরীক্ষার ফলাফল প্রকাশ করতে সময় লাগবে ৮ থেকে ১২ ঘণ্টা।রামেক’র ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা-গুল-নাহার বলেন,‘করোনা টিমের লোকজনের প্রশিক্ষণ হয়ে গেছে। এখানে প্রশিক্ষণনিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রো বায়োলজি, ভাইরোলজি ওবায়ো-কেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্ট।’রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের প্রধানডা. মো. বুলবুল হাসান বলেন, ‘সবকিছু ঠিক রেখে ল্যাবটি চালু হয়েছে। আমাদের কাছে কিট ছাড়াও ৪ হাজার ৪০০ পিপিই ২ হাজার২৭৫ গগোজ (নিরাপত্তা চশমা), ২০ হাজার মাস্ক, ২৫ হাজার ক্যাপ ও২৫ হাজার গ্লাভস মজুত রয়েছে। প্রয়োজন হলে আরও আনা হবে।মাইক্রো বাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে ল্যাবটি পরিচালনা করবে।'
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status