বাংলারজমিন

তাহিরপুরে লোকালয়ে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৪:২৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে লোকালয়ে বিরল প্রজাতির এক বন্যপ্রাণী আটক করেছে গ্রামবাসী। গ্রামবাসী ধারণা করছেন প্রাণীটি দেখতে অনেকটা বন বিড়াল বা ভাল্লুকের মতো। গায়ের রং দোসর, লম্বায় প্রায় ১০ থেকে ১৫ ইঞ্চি, গায়ে অনেক লোম। এমন প্রাণী এর আগে কেউ দেখেননি বলে জানান গ্রামবাসী।
কামড়াবন্ধ গ্রামের জাকির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে  দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের কয়েকজন মিলে প্রানীটিকে বেল গাছের ডাল থেকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে। বিরল জাতীয় বণ্যপ্রানী আটকের সংবাদ পেয়ে আশপাশের কয়েক গ্রামের উৎসুক জনতা প্রাানীটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে। প্রাণীটি কলা খায়, নড়েচড়ে কম এবং মানুষকে আকড়ে ধরে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিজেন ব্যানার্জি জানান, বণ্যপ্রানী আটককের সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রানীটিকে উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status