অনলাইন

করোনা সচেতনতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মহড়া

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৪:১৬ পূর্বাহ্ন

বরিশাল নগরীর বাসিন্দাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে ও সাধারণ মানুষকে ঘরে রাখতে সচেতনতামূলক মহড়া দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।এসময় সাধারণ মানুষকে ঘরে থাকতে আহবান করা হচ্ছে। ঘরে থাকুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমান, নিজে বাচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন, বিদেশ থেকে এলে হোম কোয়ারান্টিনে থাকুন ইত্যাদি সচেতনতামূলক কথা বলা হয়। একই সাথে নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ ও সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনা বন্ধে কাজ করছে তারা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে নগরীর বিভিন্ন অলিগলিতে জনসাধারণকে ঘরে অবস্থান করার অনুরোধ সহ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে করণীয় বর্জনীয় পরামর্শ নিয়ে উত্তর ও দক্ষিণ বিভাগের সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ’র সক্রিয় অংশগ্রহণে নিয়মিত মহড়া দিচ্ছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status