অনলাইন

জনসমাগম ঠেকাতে লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব ঘিরে রেখেছে পুলিশ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৩:২১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে সরকারি ভাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ ভূমি  ঐতিহাসিক  লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে। তিথী  লগ্ন অনুযায়ী  আদি ব্রহ্মপূত্র নদের তীরে মঙ্গলবার বিকাল ৫টা  থেকে অষ্টমী স্নান শুরু  হয়ে পরদিন  পহেলা এপ্রিল বুধবার রাত ১০টা পর্যন্ত  স্নানোৎসব হওয়ার কথা ছিল। পূর্বে বন্ধ ঘোষণা করলেও মঙ্গলবার সকাল থেকে লাঙ্গলবন্দে জসমাগম না করতে এবং সাধু সন্নাসি পুণার্থীদের আগমন ঠেকাতে   মাঠে শতর্ক অবস্থনে পুলিশ। জেলা পুলিশের এশাধিক টিম স্নানোৎসব তিন কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্ট পুলিশ বেষ্টনি।  
নারায়ণগঞ্জ পূজা  উদযাপন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাদল চন্দ্র জানান, তীর্থ স্থান লাঙ্গলবন্দে দুই দিনব্যাপী স্নানোৎসবে প্রতি বছরের ন্যায় এ বছরেও বাংলাদেশ ছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে প্রায় ১০ লাখ দর্শণার্থী অংশ নেয়ার প্রস্তুতি ছিল। করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্নানোৎসব বন্ধ করা হয়। এই দুইদিন লাঙ্গলবন্দে না গিয়ে গৃহে অবস্থান করে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।   
বন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুক্লা সরকার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল, তীর্থ যাত্রাসহ সবরকম জনসমাগমে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্দও থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শত বছরের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থ ভূমি লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠে লাঙ্গলবন্দ। লাঙ্গলবন্দ তিন কিলোমাটার এলাকা জুড়ে প্রায় ১০ লাখ  লোকের সমাগম গঠে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এবার স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। লাঙ্গলবন্দে গণজমায়েত না করতে লাঙ্গলবন্দ এলাকায় আগমন ঠেকাতে মাঠে কাজ পুলিশের কয়েকটি টিম। পুলিশের এ শতর্ক অবস্থানে টিউটিতে থাকবে বুধবার বিকাল পর্যন্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status