করোনা আপডেট

সিলেটে ৩ রোগীর রিপোর্ট নেগেটিভ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ২:৩৯ পূর্বাহ্ন

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে ভর্তি থাকা তিন রোগী করোনা আক্রান্ত নন। মঙ্গলবার দুপুরে আইইডিসিআরে প্রেরিত রক্তের পরীক্ষা থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন- সিলেটে এখন পর্যন্ত করোনা সন্দেহে ১৫ জন রোগীর রক্ত ও মুখের লালা পরীক্ষা করা হয়। কিন্তু কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেনি।

স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান খান জানিয়েছেন- সর্বশেষ সোমবার সকালে আইসোলেশনে থাকা তিন রোগির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি জানান- ওই রোগীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র ও ১ জন অশীতিপর বৃদ্ধা ছিলেন। এদিকে- আইসোলেশনে থাকা অপর দুই রোগীরও করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে- সিলেটে সরকারী ভাবে ও হোম কোয়ারেন্টিনে সর্বমোট রয়েছেন ১৮৪৮ জন। তাদের মধ্যে বেশি ভাগই প্রবাসী কিংবা প্রবাসীদের সংস্পর্শে আসা ব্যক্তি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status