অনলাইন

কটিয়াদীতে নারীসহ তিন প্রতারক আটক

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:৩৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওষুধের দোকান থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে গিয়ে এক নারীসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯ টায় কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন জুবেদা ড্রাগ হাউজে।  আটককৃতদেরকে মঙ্গলবার দ্রুত বিচার আইনে মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সাবরিন সুলতানা এনি (৩০), আব্বাস উদ্দিন (৩০) ও সাজেদুল হক রাসেল (২৬) নামে তিনজনের একটি টিম সাজেদা ড্রাগ হাউজে প্রবেশ করে। সেলফের পিছনে ওষুধের কাটুন এলোমেলো পড়ে আছে দেখে দোকান মালিক ইসরাইলকে জেরা করতে শুরু করেন। দোকান অপরিষ্কার কেন? এত প্রচারনার পরও কর্ণপাত করছেন না, আপনার অনেক জরিমানা দিতে হবে। এমন নানা রকম কথা বলে ভয়ভীতি দেখাতে শুরু করেন। দোকান মালিক তার অপরাধ স্বীকার করে দ্রুত পরিষ্কার করে নিবেন বলার পর জরিমানার কথা বলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করে এবং তিন হাজার টাকা দাবী করে। দোকান মালিক দেড় হাজার টাকা দিতে রাজী হয়। কিন্তু টাকার পরিমানটা বাড়িয়ে নিতে দরকষাকষির বিষয়টি আশপাশের লোকের সন্দেহ হলে এলাকার বাশার মিয়া ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শামীম ভূইয়া তাদের পরিচয় জানতে চান। তখন তারা হিউম্যান রাইটস এর লোক বলে পরিচয় দেন। তাদের কথা বার্তায় সন্দেহ হলে কটিয়াদী মডেল থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত সাবরিনা সুলতানা এনি (৩০), স্বামী চয়ন মিয়া, তার পিতার নাম মৃত অজয় চন্দ্র ব্যানার্জী, ঠিকানা ১/সি, হোসেন মার্কেট, উত্তর বাড্ডা, আব্বাস উদ্দিন (৩০) পিতা মনসুর উদ্দিন, গ্রাম গনেরগাঁও, আচমিতা,  জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক রাসেল (২৬) পিতা মৃত এমদাদুল হক, গ্রাম উত্তর বাগরাইট, কটিয়াদী পৌরসভা বলে জানায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status