অনলাইন

পুলিশসহ স্বাস্থ্যকর্মীদের মমতার করোনা বীমা!

মানবজমিন ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ৮:৪৯ পূর্বাহ্ন

প্রায় আট কোটি মানুষকে বিনামূল্যে ছয় মাস চাল দেওয়ার পরে করোনা মোকাবিলায় সোমবার কলকাতায় নবান্ন সারপ্রাইজ দিলেন মমতা বন্দোপাধ্যয়। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মনোবল চাঙ্গা করতে স্বাস্থ্য কর্মীদের বিমার অঙ্ক দ্বিগুণ করা হলো। ৫ লাখ টাকার বীমা হয়ে গেল ১০ লাখ টাকা।

আর এদিনই জানা গেল বাংলার সাংসদদের করোনা তহবিলে জমা করা টাকার পরিমাণ ৩৫ কোটি টাকা ছাড়িয়ে গেল।

করোনা কাঁটায় রাতের ঘুম উড়েছে শহরবাসীর। এরই মাঝে করোনা মোকাবিলায় সোমবার নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠকের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জীবন বীমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০লাখ টাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
 আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তাদের সাথে বৈঠকে ওই সিদ্ধান্ত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকেই চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জীবন বীমার অঙ্ক ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০লাখ টাকার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

 ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মুখ্যমন্ত্রী মমতা জানান,প্যাথলজিস্ট, নার্স , চিকিৎসক, সহ কর্পোরেশনের সাফাই কর্মী যারা যারা করোনা মোকাবিলার সাথে যুক্ত বা রাস্তাঘাট পরিষ্কার রাখার কাজ করছে, সবাইকে বীমা করে দেওয়া হবে। এই বীমা এতদিন ৫ লক্ষ করে দেওয়া হচ্ছিল । এবার তা বাড়িয়ে ১০ লক্ষ দেওয়া হবে।
 বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে শুরু করে পুলিশ সীমান্ত বাহিনী সকলেই এর আওতায় আসবেন। এমনকি বীমার আওতায় পড়ছে কুরিয়ার সংস্থার কর্মীরাও।বীমার আওতায় বেসরকারি হাসপাতালে কর্মীরাও। এখনও পর্যন্ত এই জীবন বীমার  সময়সীমা ১৫ মে পর্যন্ত বলে খবরে প্রকাশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status