খেলা

খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নিলো বার্সা, যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ৮:২৩ পূর্বাহ্ন

কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নেবে বার্সেলোনা। আজ (সোমবার) ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। শুধু তাই নয়, ক্লাবের কর্মচারীরা যেন শতভাগ বেতন পান, সেজন্য অনুদান দেয়ার কথাও জানিয়েছেন মেসি।

ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘এমন সংকটপূর্ণ সময়ে বার্সেলোনার মূল দলের স্যালারি নিয়ে অনেক কথা বলা হয়েছে। প্রথমত, আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই, কম বেতন নিতে আমাদের কোনো আপত্তি ছিল না। কারণ আমরা পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবগত। আর ক্লাবের কোনো সহযোগিতা লাগলে প্রথমে আমাদেরই এগিয়ে আসতে হবে। নিজ উদ্যোগেই আমরা অনেকবার তা করেছি।
সমঝোতা হতে যে কয়েকদিন দেরি হলো তা স্বাভাবিক। কারণ আমরা এমন একটা ফর্মূলা খুঁজছিলাম যাতে ক্লাব এবং ক্লাবের কর্মচারী উভয়কেই এই কঠিন সময়ে সাহায্য করতে পারি।
আমাদের দিক থেকে একটা বিষয় বলে রাখি, ৭০ শতাংশ কম স্যালারি নেয়ার পাশপাশি আমরা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করবো যাতে ক্লাব কর্মচারীগণ ১০০ ভাগ স্যালারি নিতে পারেন। এটা নিয়ে এতদিন কথা না বলার কারণ আমরা একটা সত্যিকারের সমাধান চেয়েছিলাম। চেয়েছিলাম তাদের সহযোগিতা করতে যারা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।’

বর্তমান চুক্তি অনুযায়ী মেসির সাপ্তাহিক বেতন ৫ লাখ পাউন্ড। বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার তিনি। ৭০ শতাংশ কাটায় সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ড কম পাবেন এই আর্জেন্টাইন। মেসির স্যালারি নেমে আসবে দেড় লাখ পাউন্ডে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status