অনলাইন

আনসার আল ইসলামের অর্থ যোগানদাতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

৩০ মার্চ ২০২০, সোমবার, ৭:৩৭ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরা থেকে মুহিব মুশফিক খান (১৯) নামে আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। আটক মুশফিক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অনলাইন ফাইন্যান্সার বা অর্থ যোগানদাতা ছিল বলে জানিয়েছে র‍্যাব। আজ সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তরা হাউজিং কমপ্লেক্সের ১১/ডি নম্বর ভবনের ১৩০৫ ফ্লাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, ট্রেনিং ম্যানুয়াল ও ইলেকট্রনিক ডিভাইস, দুটি মোবাইল ও সহযোগী জঙ্গী সদস্যদের অনলাইনে অর্থ লেনদেনের প্রমাণ উদ্ধার করা হয়।

র‍্যাব-২ কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মহিউদ্দীন ফরুকী বলেন, গত ৩০শে জানুয়ারী ও ১৩ই ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে ও ২৮শে ফেব্রুয়ারি সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৬ আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মুশফিককে নজরদারিতে রাখা হয়। আজ তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মোবাইলসহ অন্যান্য ডিভাইসে জঙ্গিবাদের সাথে সরাসরি সম্পৃক্ততা ও তার সহযোগী সদস্যদের অর্থ সহযোগীতার প্রমাণ পাওয়া গেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে তারা জঙ্গিবাদের বিস্তার ঘটাচ্ছিল। মুশফিক তার সহযোগীদের অর্থ সহযোগীতার মাধ্যমে উৎসাহ যুগিয়ে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানান মহিউদ্দীন ফারুকী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status