অনলাইন

করোনা নিয়ে গুজব ছড়ালে ব্যবস্থা- তথ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক

৩০ মার্চ ২০২০, সোমবার, ৭:০০ পূর্বাহ্ন

ফাইল ছবি

করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বা অসত্য তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে। গণমাধ্যমে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সাধারণ ছুটি চলাকালে যেন সামাজিক মাধ্যমে অথবা অন্য কোনভাবে গুজব, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। করোনা ভাইরাস বা যেকোন বিষয়ে কোন তথ্য শুনলে বা সামাজিক মাধ্যমে পেলে তা যাচাই-বাছাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সরকারি সূত্র বা পরীক্ষিত মাধ্যম ছাড়া অন্য যেকোন মাধ্যম থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা প্রচার করলে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতে আরও বলা হয়, মিথ্যা বা ভুয়া তথ্য প্রচার বা নজরে আসলে গুজব মোকাবিলায় ৯৯৯ অথবা তথ্য অধিদপ্তরের ৯৫১২২৬৪ ও ৯৫১৪৯৮৮ নম্বরে ফোন করে অথবা [email protected] এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status