বাংলারজমিন

অব‌শে‌ষে ঘুম ভাঙল বি‌সি‌সির

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে

৩০ মার্চ ২০২০, সোমবার, ৫:১৪ পূর্বাহ্ন

দৈ‌নিক মানবজ‌মিনসহ একা‌ধিক প‌ত্রিকায় সংবাদ প্রকা‌শের পর ঘুম ভেঙেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও বেকার শ্রমজীবী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে তারা। য‌দিও ত্রান বিতরণ কার্যক্র‌মে মেয়র উপ‌স্থিত ছি‌লেন না।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে সোমবার (৩০ মার্চ) দুপুরে নগরীর ১০ নম্বর ওয়ার্ডস্থ কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রতি প্যাকেজে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডাল পেয়েছে এক হাজার পরিবার।
ত্রাণ সামগ্রী বিতরণকালে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আয়েশা তৌহিদা লুনা, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবীর, মহানগর আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, সিটি কর্পোরেশনের পানি বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক ও প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন।

এসময় বিসিসি’র জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণজমায়েত সৃষ্টি না করে দুস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ সামগ্রী সরবরাহ ও তত্ত্বাবধায়নে থাকা নিরব হোসেন টুটুল বলেন, ‘করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করতে গিয়ে গৃহবন্দি হয়ে হয়ে পড়েছে দরিদ্র দিনমজুর মানুষ। এজন্য তারা বেকার হয়ে পড়েছে। তাই সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে অসহায় পরিবারগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। চলমান করোনা সংকট দূর না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status