অনলাইন

কক্সবাজারে ডাক্তারদের জন্য আবাসিক হোটেল দিলেন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২৯ মার্চ ২০২০, রবিবার, ১২:১৮ অপরাহ্ন

কক্সবাজারে কোয়ারেন্টিনে থাকা ডাক্তার ও সেবাপ্রদানকারীদের জন্য নিজ মালিকানাধীন হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল ছেড়ে দিলেন আওয়ামী লীগ নেতা রাজা শাহ আলম চৌধুরী। আবাসিক হোটেলটি সাগর পাড়ের লাবনী পয়েন্টে অবস্থিত।
কক্সবাজারে ছোট বড় মিলিয়ে ৪ শতাধিক আবাসিক হোটেল, রিসোর্ট, কটেজ থাকলেও এই প্রথম করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তার ও কোয়ারান্টাইনে থাকা ডাক্তারদের জন্য নিজের আবাসিক হোটেল ছেড়ে দিলেন তিনি। দেশের এমন সংকটময় মুহুর্তে দেশের প্রথম সারির শিল্পপতি ও ধনবানরা যখন ঘুমিয়ে আছেন, তখন নিজের মালিকানাধীন হোটেল ডাক্তারদের ছেড়ে দিয়ে প্রমান করলেন, শুধু ধন থাকলে হয়না, মনও থাকতে হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজা শাহ আলম চৌধুরী জানান, যতদিন দেশ সংকট থেকে উত্তরণ হবে না, ততদিন কক্সবাজারে কর্মরত ডাক্তারদের থাকা, সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করবেন তিনি। শুধু তাই নয় দিনমজুর দরিদ্র মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করবেন তিনি। আজ থেকে তার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান ওই আওয়ামী লীগ নেতা।

এদিকে দেশের এমন দু:সময়ে রাজা শাহ আলম চৌধুরী ডাক্তার ও দিন মজুর মানুষের জন্য এগিয়ে আসায় সর্বস্তরের মানুষ তাকে সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইনে নিউজটি প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়ে পড়ে। এতে অনেকেই মন্তব্য করেছেন, য়েমন নাম, তেমন কাজ। রাজা, রাজার মতোই কাজ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status