খেলা

বিখ্যাত সেই ‘মিস্টার ব্লিং’য়ের ভক্ত মেসি-ম্যারাডোনা থেকে শুরু করে রোনালদো-নেইমাররাও

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ১০:৪৯ পূর্বাহ্ন

কলম্বিয়ার নান্দনিক শিল্পী মাউরিসিও বেনিটেজ। অস্ট্রিয়ার জুয়েলারি প্রতিষ্ঠান সরোভস্কি’তে চাকরি করেন। সরোভস্কি ক্রিস্টাল দিয়ে দৃষ্টিনন্দন সব ছবি তৈরি করে এই প্রতিষ্ঠানটি সারা বিশে^ খ্যাতি অর্জন করে। আর এর কারিগর মাউরিসিও বেনিটেজ। কলম্বিয়ার নান্দনিক এই শিল্পী ‘মিস্টার ব্লিং’ নামে পরিচিত। তার শিল্পকর্মে মুগ্ধ হয়ে ভক্ত বনে গেছেন ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, ডেভিড বেকহাম, পল পগবার মতো মহাতারকারা।

শুরুটা মেসিকে দিয়ে
২০১৩ সালে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গে বেনিটেজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বার্সার জার্সিতে আর্জেন্টিনার অধিনায়কের একটি চিত্রকর্ম তৈরি করেন এবং সেটি উপহার হিসেবে দেন। এ প্রসঙ্গে ‘মিস্টার ব্লিং’ বলেন, ‘কলম্বিয়ার মেডেলিনে এসেছিলেন মেসি। ২০১৩ সালে ব্যাটেল অব স্টার্স নামে একটি চ্যারিটি ম্যাচে অংশ নেন তিনি। সেখানেই উপহার হিসেবে চিত্রকর্মটি মেসিকে উপহার দেই। এটি বানানো হয়েছিল ১ লাখ ৫০ হাজার ক্রিস্টাল দিয়ে। পুরো একমাস সময় দিয়েছিলাম এটা তৈরিতে। এরপর থেকে ক্রীড়া বিশে^ পরিচিত হয়ে উঠি।’ তখন ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয়, মেসির চিত্রকর্মটির মূল্য ৩৪ মিলিয়ন পাউন্ড। যদিও মাউরিসিও বেনিটেজ বিনামূল্যে চিত্রকর্মটি দিয়েছিলেন।



ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আচমকা যোগাযোগ
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো চারটি ক্রিস্টাল চিত্রকর্মটি বানিয়ে নিয়েছেন বেনিটেজের কাছ থেকে। জুভেন্টাসে আসার পর কলম্বিয়ান সতীর্থ হুয়ান কুয়াদ্রাদোর কাছ থেকে বেনিটেজের হোয়াইটসঅ্যাপ নম্বর নেন রোনালদো। এরপর সরাসরি সাক্ষাৎ করেন। পর্তুগিজ তারকার সঙ্গে যোগাযোগের শুরুর বর্ণনা দিয়ে বেনিটেজ বলেন, ‘হোয়াইটসঅ্যাপের মাধ্যমে রোনালদো যখন চিত্রকর্ম বানিয়ে নেয়ার প্রস্তাব দেয় আমি চমকে উঠি। এরপরই পরিবারের সঙ্গে তোলা একটি ছবি পাঠান তিনি। এই ছবিটির দুটি চিত্রকর্ম বানিয়ে দেই। অন্য দুটির একটি জুভেন্টাসের জার্সিতে গোল উদযাপন করছেন এমন একটি ও অপরটি রিয়াল মাদ্রিদের জার্সিতে জুভেন্টাসের বিপক্ষে করা বাইসাইকেল কিকে গোল করার সময়কার ছবিটি।’


ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে কাজ করা
ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় নেইমার ‘মিস্টার ব্লিং’য়ের ইনস্টাগ্রামে ঢুঁ মারতেন। বেনিটেজ বলেন, ‘গত বছর ব্রাজিল থেকে আমার সঙ্গে যোগাযোগ করে বলা হয়, ব্রাজিলের জার্সির সঙ্গে মিল রেখে একটা ফুটবল তৈরি করতে। যেটি নেইমারকে সম্মানসূচক স্মারক হিসেবে তারা উপহার দিতে চায়। নেইমারের জন্য ক্রিস্টালের তৈরি একটি ফুটবল ও ব্রাজিলের জার্সিতে তার একটি ছবির চিত্রকর্ম তৈরি করে আমি নিজেই সেখানে নিয়ে যাই। তখন নেইমার আমাকে জানান, ইনস্টাগ্রামে আমার চিত্রকর্ম দেখেছেন আগে।’
এসময় নেইমারে কাছ থেকে আলাদা অর্ডার পেয়ে যান বেনিটেজ।
‘বর্তমানে তার পরিবারের একটি ছবি নিয়ে কাজ করছি আমি। কয়েকদিনের মধ্যে সেটি সবার সামনে প্রকাশ করা হবে। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।’


ম্যারাডোনা-রোনালদিনহোদেরও বানিয়ে দিয়েছেন চিত্রকর্ম
১৯৮৬ বিশ^কাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার সঙ্গে সেরা ফুটবলারের খেতাব গোল্ডেন বল জয় করেছিলেন ডিয়াগো ম্যারাডোনা। সেই গোল্ডেন বলের আদলে চিত্রকর্ম বানিয়ে নেন এই কিংবদন্তি। রোনালদিনহো ব্রাজিলের জার্সির সঙ্গে মিল রেখে এবং নিজের ছবি ও সই করা একটি ফুটবলের চিত্রকর্ম তৈরি করেন বেনিটেজের কাছ থেকে। এছাড়া সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যাম ও বিশ^কাপজয়ী ফরাসি তারকা পল পগবাও মিস্টার ব্লিংয়ের চিত্রকর্মে মুগ্ধ হয়ে নিজের পছন্দের ক্রিস্টাল স্মারক বানিয়ে নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status