অনলাইন

জ্বর সর্দি কাশি নিয়ে ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ সদস্য রমেকের আইসিইউতে

ঠাকুরগাঁও প্রতিনিধি

২৮ মার্চ ২০২০, শনিবার, ১১:০৫ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ঠাকুরগাঁওয়ের একই পরিবারের ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে । ঠাকুরগাঁও  সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের ভেলাজান নদী পাড়ার আব্দুল বাসেদের ছেলে ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায়ী রুহুল আমিনসহ তার পরিবারের অপর ৪ জনকে শনিবার সন্ধ্যা ৬ টায় তাঁর বাসা থেকে প্রশাসনের নির্দেশে নিজস্ব এম্বুলেন্সে ঠাকুরগাঁও সদর হাসপাতালে রাখা হয় । ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ জানান, তাদেরকে তাঁর নেতৃত্বাধীন একটি মেডিকেল টিম দেখে প্রাথমিকভাবে তাদের লক্ষণগুলো নিয়ে আইইডিসিআরের সাথে আলোচনা করা হয়। প্রাথমিক লক্ষণের বর্ণনা শুনে আইইডিসিআর কর্তৃপক্ষ পরামর্শ দেন তাদের আইসিইউর সাপোর্ট দরকার হতে পারে। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসিইউ না থাকায় তাদেরকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। ঐ ৫ জন করোনা সন্দেহভাজন রোগীবাহী এম্বুলেন্সটি বর্তমানে রংপুর মেডিকেলের পথে রয়েছে বলে তিনি জানান। তত্বাবধায়ক আরো জানান, আইইডিসিআরের একটি টিম এ মুহূর্তে রংপুরের পীরগঞ্জে রয়েছে , তারাই ৫ রোগীর নমুনা সংগ্রহ করবেন। এ ব্যাপারে রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা।  

আক্রান্তের প্রতিবেশি ভেলাজান গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান ও চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, রুহুল আমিন ৫ দিন আগে করোনা পরিস্থিতির কারণে ঢাকা থেকে সপরিবারে তার গ্রামের বাড়িতে এসেছেন।ঢাকা থেকে আসার পর থেকেই তার জ্বর ও সর্দি। শনিবার থেকে শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে। এ থেকে তিনি শনিবার নিজে হটলাইন নাম্বারে ফোন করেন এবং তার ফেসবুক আইডিতে তার অবস্থার কথা জানিয়ে পোস্ট করেন। পরে ঐদিনই বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের অনুরোধে ঠাকুরগাঁও সদর হাসপাতালের একটি টিম বিশেষ সতর্কতায় রুহুল আমিনসহ তার পরিবারের ৫ জনকে সদর হাসপাতালে আনেন।  পরিবারের অন্য সদস্যরা হলেন, রুহুল আমিনের স্ত্রী মোমেনা খাতুন, ছেলে রোহান,তার ভাই ইসমাইল ও তার ভাই স্ত্রী আখিঁ। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুুল্লাহ আল মামুন বলেন,যে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হবে। তার পরেই ফলাফল এলে জানা যাবে করোনা ভাইরাস সংক্রমণ কিনা।

এদিকে রোগীদের এক প্রতিবেশি শামসুল আলম জানান, রুহুল আমিন তাঁকে জানিয়েছিলেন , ১৩ মার্চ ঢাকা দক্ষিণ যুবলীগের আয়োজনে মাদারীপুরে পিকনিকে গিয়েছিলেন। সেখানে অনেক মানুষজন উপস্থিত ছিল। এরমধ্যে একজন জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত ছিলেন, তার সংস্পর্শে এসেছিলাম; এরপর থেকে জ্বরে আক্রান্ত হই।
অসুস্থ্ ওই ব্যক্তি ফেসবুক আইডিতে লেখেন , “আমি, আমার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সবারই জ্বর সর্দি  প্রচন্ড বুক ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে। আমিসহ আমার পরিবারের সবাই মহাবিপদের সামনে। আমাদের জন্য দোয়া করবেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডঃ কামরুজ্জামান সেলিম ব্যাপারটি নিয়ে আতংকিত না হয়ে করোনা প্রশ্নে পূর্ণ সতর্কতার সাথে আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র নির্দেশনা মেনে চলতে জেলাবাসীর প্রতি আহবান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status