খেলা

দুই মাসের বেতন পাবেন ঢাকা লীগের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

২৮ মার্চ ২০২০, শনিবার, ৭:৫০ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে স্থগিত রয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের ২০১৯/২০২০ মৌসুম। প্রথম রাউন্ডের পর অনির্দিষ্টকালের জন্য লীগ বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এমন অনিশ্চিতায় ক্রিকেটাররা পড়েছেন বিপদে। কারণ ঢাকা লীগের উপর নির্ভর করেই বেশিরভাগ ক্রিকেটারের রুটিরুজি চলে। সামনের মাসে রোজা-ঈদ। এরপর চলে আসবে বৃষ্টির মৌসুম। সবমিলিয়ে শেষ পর্যন্ত লীগ মাঠে না গড়ালে ক্রিকেটাররা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ঢাকা লীগের ক্রিকেটারদের দুই মাসের বেতন দেয়া হবে ক্ষতি পুষিয়ে নিতে। এ বিষয়ে লীগ পরিচালনার দায়িত্বে থাকা সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘হ্যাঁ, আমরা ক্রিকেটারদের ক্ষতির বিষয়টি নিয়ে আলাপ করেছি। এরই মধ্যে সিসিডিএম লীগে খেলা ক্রিকেটারদের একটি তালিকা দিয়েছে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর কাছে। তারা নিশ্চিত করেছেন যে ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে কাজ করবেন।’

যদিও এ বছর উন্মুক্ত দলবদল হওয়াতে ক্রিকেটারদের সম্পূর্ণ পারিশ্রমিক প্রদানের দায়িত্ব ১২টি ক্লাবের। খেলা না হলে ক্লাবগুলো টাকা পরিশোধ না করলেও বিসিবির বেশি কিছু করার থাকবে না। যেহেতু জাতীয় সমস্যা তাই ঢাকা লীগের ক্রিকেটারদের জন্য এই সময়ে বিসিবি এগিয়ে আসছে বলে জানিয়েছেন আলী হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status