করোনা আপডেট

আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাদ্য দেবে দিল্লি সরকার

মানবজমিন ডেস্ক

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৩:১৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ভারতজুড়ে জারি হওয়া লকডাউনের মধ্যে চার লাখ মানুষকে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। আগামীকাল শনিবার থেকে এ খাদ্য সরবরাহ শুরু হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার এক ঘোষণায় এমনটা জানিয়েছেন। তিনি আরো জানান, প্রতিদিন ১০০০ আক্রান্তকে সামাল দিতে প্রস্তুত তার সরকার। কেজরিওয়াল বলেন, আমরা আশা করছি যে, আক্রান্তের সংখ্যা বাড়বে না। কিন্তু বাড়লে সে পরিস্থিতি সামাল দেয়ার জন্য আমরা প্রস্তুত। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
খবরে বলা হয়, লকডাউনের মাঝে ঘর হারানো জনসংখ্যার ১০ গুণ মানুষকে খাদ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, এই মুহূর্তে দিল্লি সরকার ২২৪টি ‘নাইট শেল্টার’-এ (রাতে থাকার আশ্রয়কেন্দ্র) ২০ হাজার মানুষকে খাবার দিচ্ছে। আমরা এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছি। এখন থেকে ২৩৫টি স্কুলে খাদ্য দেয়া হবে। আজ (শুক্রবার) থেকে আমরা ২ লাখ মানুষকে খাবার সরবরাহ করতে পারবো। আগামীকাল থেকে ৪ লাখ মানুষকে খাবার দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।
দিল্লিতে আটকা পড়া অন্যান্য রাজ্যের নাগরিকদের প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, অন্যান্য রাজ্যের নেতা ও মুখ্যমন্ত্রীরা, আপনারা নিজেদের নাগরিকদের নিয়ে চিন্তা করবেন না; তারা দিল্লির নাগরিক, তারা আমাদেরও লোক।
এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে তা সামাল দিতে চিকিৎসকদের একটি দলকে পরিকল্পনা নির্ধারণের দায়িত্ব দেয়া হয়েছিল। দলটি তাদের পরিকল্পনা জমা দিয়েছে। নৈমিত্তিক হারে আক্রান্তের সংখ্যা কেমন বৃদ্ধি পাবে তার উপর ভিত্তি করে পরিকল্পনাটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এতে দিন প্রতি ১০০, ৫০০ ও ১০০০ আক্রান্তের জন্য আইসিও, পরীক্ষা অন্যান্য সেবাদানের প্রস্তুতি নেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status