করোনা আপডেট

দৃষ্টান্ত স্থাপন করলেন যাজক

মানবজমিন ডেস্ক

২৫ মার্চ ২০২০, বুধবার, ১:৪২ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত ইতালির একজন ধর্মযাজক দৃষ্টান্ত স্থাপন করে মারা গেলেন। তার জন্য যে রেসপিরেটর বা শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী যন্ত্র কেনা হয়েছিল, নিজের জীবনের কথা না ভেবে তিনি তা দিয়ে দিলেন আরেকজন যুবক করোনা রোগীকে। আর নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন। অথচ ওই যুবককে তিনি চিনতেনও না। এই যাজকের নাম গসেপি বারারডেল্লি (৭২)। এ নিয়ে ইতালিতে করোনা ভাইরাসে মারা গেলেন ৬০ জন যাজক। ইতালির লোম্বারডি অঞ্চলে করোনা সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে। সেখানকার ক্যাসিগনোর বাসিন্দা ওই যাজক। তিনি সম্প্রতি একটি স্থানীয় হাসপাতালে মারা গেছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, গসেপি বারারডেল্লি যে যুবককে নিজের রেসপিরেটর দিয়েছেন সেই যুবকটি শ্বাস-প্রশ্বাস নিতে বা ছাড়তে পারছিলেন না। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। তবে তার বয়স কত তা নিশ্চিত করে জানা যায়নি। তাকে রেসপিরেটর দিলে তার বেঁচে থাকার সুযোগ অনেক বেশি- এমনটা মনে করা হয়। তাই তাকে নিজের রেসপিরেটর দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ওই যাজক। এ কথা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জেসুট যাজক জেমস মার্টিস। তিনি ভ্যাটিক্যানের সেক্রেটারিয়েট ফর কমিউনিকেশনের একজন কনসাল্ট। এ নিয়ে প্রথমে রিপোর্ট প্রকাশ করে ইতালির ম্যাগাজিন আরাবেরারা। এতে বলা হয়, মৃত গসেপি বারারডেল্লিকে সবাই খুব পছন্দ করতেন। দাতব্য কাজের জন্য তাকে স্মরণ করা হবে। মোটরসাইকেলের প্রতি তার ছিল খুব বেশি ঝোঁক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status