বিনোদন

তা র কা য খ ন ঘ রে

‘সময় কাটছে অনলাইনে’

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০২০, বুধবার, ৬:৫৯ পূর্বাহ্ন

সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। বিশ্বের নানা দেশের মতো আমাদের দেশেও এ ভাইরাস সচেতনতায় নেয়া হয়েছে নানা পদক্ষেপ। এরইমধ্যে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। তারও আগ থেকে শোবিজের তারকারা করোনা সচেতনায় এগিয়ে এসেছেন। কনসার্ট ও সব ধরনের শুটিং বন্ধ রেখেছেন তারা। সাধারণ মানুষদের পাশাপাশি ঘরবন্দি তারকারাও। জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর এখন ঘরে থেকে অনলাইনেই সময় কাটাচ্ছেন বলে জানান। তিনি বলেন, এখন আমার সময় কাটছে অনলাইনে। এ মাধ্যমেই বিভিন্ন বিষয়ে ক্লাস নিচ্ছি। এছাড়া মায়ের কাজে সাহায্য করা, বই পড়া, সিনেমা দেখা, ফেসবুকে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজিতেও সময় কেটে
যাচ্ছে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক ও সচেতন হতে হবে। কারণ একটু সচেতনতাই পারে সবাইকে ঝুঁকিমুক্ত রাখতে। সবারই নিজেদের মতো করে বাসায় থাকা প্রয়োজন। জরুরি কোনো কারণে বাইরে যেতে হলে নিয়ম করে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক ব্যবহার করা উচিত। এদিকে বাংলাভিশনে প্রচার হচ্ছে সাবিলা নূর অভিনীত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’।  দর্শকের মধ্যে এই ধারাবাহিকটি দারুণ সাড়া ফেলেছে। নাটকটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এটি অন্য নাটকের চেয়ে অনেকটাই আলাদা। আমার মনে হয়, পুরোপুরি কমেডিনির্ভর এই নাটকটির সঙ্গে দর্শকরা নিজেকে মেলাতে পারেন। আমরা সবসময় আনন্দ খুঁজি। আর যেহেতু আনন্দের প্রায় প্রত্যেকটি উপকরণ এই নাটকের গল্পে রয়েছে, তাই এটি এত জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতা কাজল আরেফিন অমিও বেশ যত্ন নিয়ে কাজটি করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status