বাংলারজমিন
কিশোরগঞ্জে ৩৯৪ জন কোয়ারেন্টিনে
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০২০-০৩-২৫
করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জে নতুন করে ৬৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ৬৪ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এই সময়ে ৪১ জন তাদের কোয়ারেন্টিন সমাপ্ত করেছেন। এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট কোয়ারেন্টিনের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১ জনে। তাদের মধ্যে মোট ২৫৭ জন তাদের কোয়ারেন্টিন সমাপ্ত করেছেন। বর্তমানে জেলায় মোট ৩৯৪ জন কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের মধ্যে ৩০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং বাকি ৩৬৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের সবাই বিদেশ ফেরত।