খেলা

স্থগিত চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

২০২০-০৩-২৪

স্থগিত করা হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগের ফাইনাল। নারী চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন তারিখ পরে চূড়ান্ত করা হবে বলে জানায় উয়েফা।
গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মে ও জুনের তিন টুর্নামেন্টের ফাইনাল স্থগিত করা হয়েছে। ২৭শে জুন তুরস্কের ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। এর আগে ২৪শে জুন ইউরোপা লীগের শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ার কথা ছিল পোল্যান্ডের গ্ডানস্কে। একই বিজ্ঞপ্তিতে উয়েফা জানিয়েছে, ২৪শে মে অস্ট্রিয়ার ভিয়েনায় হতে যাওয়া নারী চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালও স্থগিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সাথে করোনা বিরোধী সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। এর অংশ হিসেবে লিওনেল মেসি, এলিসন বেকারসহ তারকা ফুটবলাররা নিজ নিজ অবস্থান থেকে সাধারণকে সচেতন হওয়ার আহবান জানাবেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বল পাসের মতো সতর্ক বার্তা একে অপরকে পাস করে সবাইকে করোনামুক্ত রাখতে চায় ফুটবল।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status