বাংলারজমিন

ওসমানীনগরে সন্ধ্যার পর দোকানপাট বন্ধের নির্দেশ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৭:২৩ পূর্বাহ্ন

 সিলেটের ওসমানীনগরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা থেকে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সকল প্রকার মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ওসমানীনগর উপজেলা প্রশাসন। গতকাল এ নির্দেশনা দেন ওসমানীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। নির্দেশনায় বলা হয় ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস সংক্রামণ নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন সন্ধ্যা ৭টার পর ওষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া উপজেলার সকল প্রকার মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এ নিয়ম না মানলে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status