অনলাইন

এখনো বলছি, আরো কঠিন অবস্থা আসছে

মোস্তফা সরয়ার ফারুকী

২৩ মার্চ ২০২০, সোমবার, ১১:৫১ পূর্বাহ্ন

এই করোনা ভাইরাস শুধু আমাদের চিকিৎসা সামর্থ্যের পরীক্ষা নিবে তা না, এটা একই সঙ্গে আমরা কতটা সভ্য তার পরীক্ষাও নিবে। কালকে রাতে উত্তরায় হাসাপাতালে করোনা রোগী চিকিৎসা বন্ধ করার দাবীতে মিছিল আর "এক টাকায় আহার" পেজ রিপোর্ট করে বন্ধ করার ঘটনা জেনে আমার তাই মনে হচ্ছে। প্রিয় মিছিলকারী ভাইয়েরা, দুইদিন পরেই করোনা আপনাদের ধরবে, বা আপনার আত্মীয় পরিজনকে, তখন যেনো আপনি কোনো হাসপাতালে না যান। আর যারা এক টাকার আহার পেজ রিপোর্ট করে বন্ধ করেছেন, একটু কি বলবেন তারা কোন খারাপ কাজটা করছিলো??

যাই হোক, এই অসভ্যতার বাইরে আছে অজস্র মানবিক উদ্যোগ। তাদের আমরা সালাম দেই। ডিএমসি, ডিইউ, বুয়েট, এনএসইউ- এইরকম অনেকেই এগিয়ে এসেছে। বাকী যারা আছেন তারাও মানসিক প্রস্তুতি নিন। সরকার একটা কর্মপরিকল্পনা নিয়া ভলান্টিয়ার কাজে লাগান, প্লিজ। সারা দুনিয়ার ভলান্টিয়ার লাগছে এই লড়াইয়ে। আসুন বাঁচি বা মরি, আমরা যে সভ্য এই পরিচয় রেখে যাই। আসুন মানুষের চিকিৎসায় সহায়তা করি। প্রথম দিন থেকে আমরা চিৎকার করে বলছি, কঠিন দিন আসছে। এখনো বলছি, আরো ভয়াবহ কঠিন অবস্থা আসতেছে। সবকিছু লক ডাউন করেন, খাদ্য এবং চিকিৎসা সহায়তার (সাবান এবং হ্যান্ড ওয়াশসহ) জন্য যা লাগে তা বাদে। আর চিকিৎসা ব্যবস্থাকে নিয়ন্ত্রনে আনি চলেন।

প্রিয় সরকার, আপনাদের নেতৃত্বের দিকে আমরা তাকিয়ে আছি। প্লিজ, অ্যাক্ট।
আর প্রিয় জনগণ, মানবিক হই চলেন। আর ঘরে বন্দি থাকি চলেন পনেরোটা দিন। ঘরে বসে কমেডি সিরিজ, স্যাটারডে নাইট শোজ, এই সব দেখতে পারেন। এই উদ্বেগের কালে ভালো ফল দিবে। মনটা হালকা রাখা খুব দরকার!

(লেখাটি মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status