শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদেরকে শাবির হল ত্যাগের নির্দেশ

শাবি প্রতিনিধি

১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

দেশব্যাপী করোনা ভাইরাসজনিত উদ্ভুত পরিস্থিতিতে ও সংক্রমণ রোধে এবং সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধের পর এবার সকল আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরকে শুক্রবার বিকেল ৪টার পূর্বেই হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে বলে জানানো হয়।

এ সময়ে শিক্ষার্থীদেরকে আপনজনদের কাছে নিরাপদস্থলে থাকার পরামর্শও দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে সোমবার  বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status