অনলাইন

আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই- স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৬:৩৬ পূর্বাহ্ন

আমাদের কাছে গডফাদার বা গডমাদার বলে কিছু নেই। অপরাধী যেই হোক, তাকেই আমরা সনাক্ত করবো, তাকেই আমরা বিচারের আওতায় আনবো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ চুয়াডাঙ্গার দর্শনা থানা উদ্বোধনকালে সম্প্রতি আটক যুবলীগ নেত্রী পাপিয়ার বিষয়ে তিনি এ কথা বলেন।

থানা উদ্বোধন শেষে মন্ত্রী দর্শনা সরকারি কলেজ মাঠে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী মহাসমাবেশে অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, ঝিনাইদহ ৪ আসনের সংসদস সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনার ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status