অনলাইন

আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৫:৪৯ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী দ্রুত সম্প্রসারমান মরণব্যাধি করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-এর ১৭তম আয়োজন ‘ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২০’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে জানিয়েছে মেলা আয়োজক কমিটি। পর্যটন মেলাটি আগামী ১২-১৪ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবার কথা ছিল। পরিস্থিতির উন্নতি ঘটার সঙ্গে সঙ্গেই ঢাকা ট্রাভেল মার্ট ২০২০ এর নতুন তারিখ ঘোষণা করা হবে।  

আয়োজক কমিটি জানায়, ইতিমধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রায় ১০০টি প্রতিষ্ঠান ও সংস্থা এবারের মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আয়োজকরা এবছর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছিল।

এমন অবস্থায় ঢাকা ট্রাভেল মার্ট ২০২০ স্থগিত ঘোষণার কারণ ব্যাখ্যা করে আয়োজনকারী প্রতিষ্ঠান দি বাংলাদেশ মনিটর সম্পাদক এবং আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, ঢাকা ট্রাভেল মার্টের ১৭ বছরের ইতিহাসে আমাদের মেলার তারিখ পরিবর্তন করার মতো কোন অবস্থার সম্মুখিন হতে হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের সকলের নিয়ন্ত্রণের বাইরে। দেশ-বিদেশের সকল সম্মানিত পার্টনার, অংশগ্রহণকারী, দর্শনার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধায় আমরা কোন ধরনের ঝুঁকি নিতে চাই না।

এখানে উল্লেখ্য যে করোনা ভাইরাস অতি দ্রুত মহামারি আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে অনেক দেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা/নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সম্প্রতি সৌদি আরব সাময়িকভাবে ওমরাহ হজ পালন ও পর্যটক আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআই) তাদের সাম্প্রতিক একটি সার্কুলারে কোন অতি জরুরী প্রয়োজন ছাড়া বাংলাদেশীদের বিদেশ ভ্রমণে না যেতে পরামর্শ দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status