বিনোদন

সারাদেশে মানববন্ধন করবে সালমান শাহ’র ভক্তরা

স্টাফ রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রয়াত নায়ক সালমান শাহ’র মৃত্যু রহস্যের পুন:তদন্তের দাবিতে সারা  দেশে মানববন্ধন করবে ভক্তরা। নায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন, এটি মানতে রাজি নন তার ভক্তরা। গত ২৪ শে ফেব্রুয়ারি পিবিআইয়ের দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তারা। সেই প্রতিবেদন ভুলে ভরা এবং পুনরায় তদন্ত চেয়ে এক মানববন্ধনের আয়োজন করেছিলেন সালমানের ভক্তরা। সেখানে উপস্থিত সালমানের পরিবারের সদস্য ও ভক্তরা জানান, সালমানের মৃত্যু রহস্যের পুন:তদন্তের দাবিতে সারা দেশে মানববন্ধন করবেন ভক্তরা। মানববন্ধনের আয়োজকদের অন্যতম সাজিদ হাসান বলেন, সালমান শাহ আত্মহত্যা করেছে বলে পিবিআই যে প্রতিবেদনটি দিয়েছে, সালমানের ভক্তরা সেটা প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি, পুনরায় তদন্ত করে মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরা হোক। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে উপস্থিত নানা বয়সী নারী-পুরুষ। বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানববন্ধনে সালমানের ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। হাতে সালমান শাহর ছবি সংবলিত ব্যানার, পোস্টার নিয়ে তারা দাঁড়িয়ে যান মানববন্ধনে।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া মানববন্ধন শেষ হয় সাড়ে ৫টায়। মানববন্ধন শেষে ভক্তরা প্রায় ৩০ মিনিট ধরে প্রেসক্লাব প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন। তারা জানান, প্রিয় নায়কের মৃত্যুর সুষ্ঠু তদন্ত না হলে সারা দেশে মানববন্ধন করবেন তারা। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যে সিলেটে অনেক বড় পরিসরে মানববন্ধনের আয়োজন করা হবে বলে জানান তারা। সালমান শাহ’র আত্মহত্যার পক্ষে বেশ কয়েকটি যুক্তিও উপস্থাপন করেছে পিবিআই। প্রতিবেদনের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে, শাবনূরের সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন সালমানের মা নীলা চৌধুরীসহ তার ভক্তরা। টিম সালমান শাহ পেইজের অ্যাডমিন মাসুদ রানা নকীব বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি কেন্দ্রিক এসব ঘটনা-দুর্ঘটনাগুলো কি খতিয়ে দেখার প্রয়োজন ছিল না? এসব কি সালমান শাহ্’র ব্যক্তি ও কর্মজীবনের বাইরের বিষয় ছিল? সালমান শাহ্র রহস্যজনক অকাল মৃত্যুতে কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সামান্যতম ক্ষতিও হয়নি? আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট বিনীত অনুরোধ জানাই, সালমান শাহ্’র সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা-দুর্ঘটনার বিস্তারিত কারণগুলো গুরুত্ব দিয়ে যেনো সুষ্ঠু ও নিরপেক্ষ পুন:তদন্ত করার মাধ্যমে কালজয়ী এই নায়কের রহস্যজনক অকাল মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। মানববন্ধনের আয়োজন করে সালমান শাহ ভক্ত ঐক্যজোট। আগামী  সোমবার একই দাবিতে ময়মনসিংহে মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status