প্রথম পাতা

দিল্লিতে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক। আমাদের প্রধানমন্ত্রী নিজেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেন। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে বসবাস করি। আর মোদি হলো একজন উগ্রপন্থী লোক। সাম্প্রদায়িক এবং খুনি। সুতরাং মুজিব বর্ষে তার মতো সাম্প্রদায়িক এবং উগ্রবাদীকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। তার আমন্ত্রণ পত্র প্রত্যাহার করতে হবে। তা না হলে মোদিকে বাংলাদেশে প্রতিহত করা হবে। গতকাল  জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকররমের উত্তর গেটে সমমনা ইমলামী দলের ব্যানারে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন বক্তারা। এসময় বক্তারা নরেন্দ্র মোদিকে খুনি আখ্যা দিয়ে তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দিতে বিমানবন্দর ঘেরাও করারও ঘোষণা দেন। বক্তারা মুসলিম হত্যার প্রতিবাদে ভারতের সব পণ্য বর্জন করার ঘোষনাও দেন। বলেন, ভারতে মুসলিমদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হচ্ছে। মা বোনদের নির্যাতন করা হচ্ছে। মসজিদ এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানো হচ্ছে। মুসলিম হিসেবে আমরা তা মেনে নিতে পারি না। এ নিয়ে সরকারের মাথা ব্যথা না থাকলেও আমাদের মাথা ব্যাথা আছে। কারণ আমরা মুসলমান। মুসলিম হয়ে মুসলিমদের ওপর এমন নির্যাতন সহ্য করা যায় না।  

এর আগে জুমার নামাজের আগে বায়তুল মোকাররম মসজিদে ব্যাপক মুসল্লীর সমাগম হয়। নামাজ শেষে উত্তর গেটে সমাবেশ করে তারা। সমাবেশে বিভিন্ন ইসলামী দলসমূহের নেতারা বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিল করেন মুসল্লীরা। এসময় বিক্ষোভকারীদে মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় আশপাশের পরিবেশ। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে কাকরাইল মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল। এসময় তারা হত্যার প্রতিবাদে মোদি বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং জুতাপ্রদর্শন ও কুশপুত্তলি পোড়ানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা নুর হোসাইন কাশেমী। তিনি বলেন, আজ দিল্লিতে মুসলমানদের হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, মসজিদ পোড়ানো হচ্ছে। কোরআন শরীফ পোড়ানো হচ্ছে। সেখানে মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেয়ার চক্রান্ত হচ্ছে। এই ভারতকে মুসলমানেরা স্বাধীন করেছে। আজ তাদেরকেই নরেন্দ্র মোদি তাড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। তা না হলে মুসলামনরা রাজপথে নেমে এর উচিত জবাব দেবে। জাতিসংঘ ওআইসিসহ মানবাধিকার সংস্থাগুলোকে বলবো এই হত্যার বিরুদ্ধে সোচ্চার হোন। আমাদের দেশ অসাম্প্রদায়িক দেশ। আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আজ এই সম্প্রীতির দেশে সেই খুনি মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু এদেশে মোদিকে ঢুকতে দেয়া হবে না। বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই, আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমাদের দেশ শান্তির দেশ। এ দেশে হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টানসহ মুসলিম, অমুসলিমরা সবাই একসঙ্গে বসবাস করছে। আমরা অমুসলিমদের ওপর কখনো আক্রমণ করি না। হুঁশিয়ারি দিয়ে কাসেমী বলেন, আমরা বাংলাদেশে সম্প্রীতি দেখতে চাই। আমরা সংখ্যালঘুদের ওপর নির্যাতনে বিশ্বাসী না। কিন্তু আমাদের দেশে মোদিকে আসতে দেয়া হলে এ দেশের সম্প্রীতি-সুনাম নষ্ট হবে। তাই তাকে কোনোভাবে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি অনুরোধ করব, অনতিবিলম্বে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার দাওয়াত নাকচ করে দেন। তা যদি করতে ব্যর্থ হন, তাহলে এ দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজনে বিমানবন্দর ঘেরাও করতে বাধ্য হবে। তবুও কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করা হোক। আমি মুসলিম ভাইদের বলব, আমরা মুসলমানরা সম্প্রীতিতে বিশ্বাসী, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। তাই এ দেশে কোনো মুসলিম অমুসলিমের ওপর আঘাত করব না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, সম্প্রীতিতে বিশ্বাসী। সেটা যেন আমরা বহাল রাখতে পারি। কিন্তু এর অর্থ এই নয় যে, আমরা এ দেশে মোদিকে আসতে দেব। কোনোভাবেই মোদি যেন দেশে ঢুকতে না পারে।

সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মুসলিম লীগের মহাসচবি কাজী আবুল খায়ের, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজটের সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল করিম, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হাবিবী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাশেমী, মাওলানা জাফরুল্লাহ খান, খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক ড. মোন্তাফিজুর রহমান, হেফাজত নেতা মাওলানা আবু তাহের জিহাদী, জমিয়তে উলামায়ে কেরাম ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা মতিউর রহমান গাজীপুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status