খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে কাল

নতুনভাবে শুরু করতে চান সাইফুদ্দিন

স্পোর্টস রিপোর্টার

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:২৮ পূর্বাহ্ন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেলা ৩টায় অনুশীলনে আসে বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ওয়ানডে সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে গতকাল। জিম্বাবুয়ের বিপক্ষে ফল কী হবে! টাইগাররা সিরিজ জিতবে নাকি হোয়াইটওয়াশ করবে সফরকারীদের? এমন আলোচনা ছাপিয়ে প্রশ্নটা- সিলেটেই কী শেষ হবে মাশরাফির নেতৃত্বের অধ্যায়! বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, আগামী মাসেই নয়া ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হবে। তার মানে ষ্পষ্ট মাশরাফি বিদায় বলুক আর নাই বলুক যেতেই হবে তাকে। বাংলাদেশ জিম্বাবুয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াচ্ছে আগামীকাল। এই সিরিজে অনেকেই নতুনভাবে শুরু করতে যাচ্ছেন। এর মধ্যে ইনজুরি থেকে ফেরা পেসার মোহাম্মদ সাইফুদ্দিন অন্যতম। গেল বছর ইংল্যান্ড বিশ্বকাপ শেষে দেশে ফিরে এসেই ইনিজুরিতে পড়েন পেসার সাইফুদ্দিন। অলরাউন্ডার সাইফুদ্দিন বলেন, ‘আমি এই দিনটির জন্য ৫  মাস ধরেই অপেক্ষা করছিলাম। এটাই আশা ছিল জাতীয় দলে ফিরবো।  দলের সঙ্গে অনুশীলন করবো।  সেই কাঙ্খিত দিনটি ফিরে পেয়েছি। এখন আবারও সবার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারবো। বেশ ভালো লাগছে।’ নেতৃত্ব হারালে ওয়ানডে দলে জায়গা পেতে তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে মাশরাফিকে। আর সেটি না হলে তরুণরা তার জায়গা দখল করে নিবে। ব্যাটে-বলে সমান দক্ষতা দিয়ে সাইফুদ্দিন প্রামাণ করেছেন পেস অলরাউন্ডার হিসেবে তিনি হয়তো মাশরাফির অভাব পুরণ করতে পারবেন। পেসার আল আমিন হোসেনের জন্যও সিরিজটি গুরুত্বপূর্ণ। প্রায় সাড়ে চার বছর পর তার সুযোগ হয়েছে ওয়ানডে দলে। যদি একাদশে জায়গা হয় তার জন্যও প্রমাণের লড়াই।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাশরাফিকে ঘিরেই সব প্রশ্ন তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তার পরিবর্তে কে হবেন দলের নেতা সেই প্রশ্নতো আছেই। কিন্তু তার মতো একজন পেসার চলে গেলে তার অভাব কারা পূরণ করতে পারে সেই চিন্তা কম নয় বিসিবির। সাইফুদ্দিন, আল আমিন ছাড়াও পাইপ লাইনে আছে আরো কয়েকজন তরুণ পেসার। কিন্তু তারা কতটা দলকে উজার করে দিতে পারবে বা তাদের কতটা সময় লাগবে সেই চিন্তাও কম নয়। আর সাইফুদ্দিন বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। যতটা পেরেছি খুব খারাপ হয়নি অলরাউন্ডার হিসেবে। সাফল্য এসেছে কিছুটা। তবে পাঁচ মাস পরে ফিরে অবশ্য সব কিছু নতুন মনে হয়েছে। এখানে জায়গাটা এমনই যে সব কিছু নতুন করে শুরু করতে হয়। যদি একাদশে জায়গা পাই আমাকে নতুন করে শুরু করতে হবে। যেহেতু টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকরা আস্থা রেখেছে সেই প্রতিদানটা দিতে চাই। কারণ এত লম্বা ইনজুরির পর সরাসরি দলে জায়গা পাওয়া সত্যি কঠিন।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরের দুই ওয়ানডে আগামী ৩ ও ৬ই মার্চ। সিরিজে আফিফ হোসেন, নাঈম শেখদের মতো তরুণ ক্রিকেটারদের দারুণ সুযোগ। দীর্ঘ ৭ মাস পর বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ খেলছে। তাই একটু ভয়ও আছে। তবে সাইফুদ্দিন মনে করেন নিজের মাটিতে দারুণ করবে দল। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলা হয়নি আমার। তবে আমরা আমাদের দেশের মাটিতে খেলছি। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আশা করি শুরুটা ভালোই হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status