খেলা

‘এই এল ক্লাসিকো খোঁড়াদের লড়াই’

স্পোর্টস ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:২৭ পূর্বাহ্ন

মৌসুমের প্রথম এল ক্লাসিকো জমেনি। বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্রয়ে শেষ হয় স্প্যানিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই দ্বৈরথ। রোববার দ্বিতীয় এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে নামবে বার্সা। আর রিয়ালের সাবেক মহাব্যবস্থাপক হোর্হে ভালদানো বলছেন, ‘এই এল ক্লাসিকো খোঁড়াদের লড়াই।’
রিয়াল-বার্সা কোনো দলেরই পারফরম্যান্স ভালো যাচ্ছে না এবার। এ মুহূর্তে পয়েন্ট তালিকায় শীর্ষে লিওনেল মেসির দল। তবে ২৫ ম্যাচের ৪টিতে হেরে বসেছে তারা। ড্র করেছে সমান চারটি। যেখানে গত মৌসুমে ৩৮ ম্যাচে তাদের হার ছিল ৩টি। বার্সার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল ২৫ ম্যাচে ২ হার দেখলেও ড্র করেছে ৮টি। গত মৌসুমে তাদের ড্র ছিল ১০টি। সেবার ৬ ম্যাচ হেরেছিল লস-ব্লাঙ্কসরা।
এবার চ্যাম্পিয়ন্স লীগেও সুবিধা করতে পারছে না স্পেনের ঐতিহ্যবাহী দুই ক্লাব। রিয়াল এরই মধ্যে শেষ ষোলোর প্রথম লেগে হেরে বসেছে। আর বার্সা কোনোরকমে ড্র নিয়ে ফিরেছে ইতালি থেকে। আসর থেকে তাদের ছিটকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। সঙ্গে রয়েছে চোটের কোপ। বার্সেলোনার আক্রমণভাগের দুই তারকা উসমান দেম্বেলে-লুইস সুয়ারেজ দীর্ঘ দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। নাপোলির মাঠে বার্সা যে স্কোয়াড নিয়ে খেলতে গিয়েছিল তাতে সিনিয়র দলের ১৪ ফুটবলার মাঠে নামার মতো ফিট ছিলেন। তাদের মধ্য থেকে আবার নতুন করে ইনজুরিতে পড়েছেন জেরার্ড পিকে। রিয়ালের আপাতত বড় কোনো চোট সমস্যা নেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো একজন গোলস্কোরারের অভাব বোধ করছে দলটি। লা লিগায় তাদের নিয়মিত স্কোরার করিম বেনজেমা এখন পর্যন্ত করেছেন ১৩ গোল। রোনালদো ইতালিয়ান সিরি আ-তে নিজের শেষ ১১ ম্যাচেই পেয়েছেন জালের দিশা। বেনজেমার চেয়ে কয়েক ম্যাচ কম খেলেও মেসির গোল ১৮টি। স্প্যানিশ রেডিও ওন্দা সেরোকে ১৯৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার ভালদানো বলেন, ‘এই ক্লাসিকো খোঁড়াদের লড়াই। বার্সা ও মাদ্রিদ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বার্সেলোনা যে লীগের শীর্ষস্থান ফিরে পেয়েছে, এর দায় রিয়াল মাদ্রিদের। ওদের বাজে ফর্মই বার্সেলোনার অবস্থান ভালো করছে।’
এতকিছুর পরও এল ক্লাসিকোতে দর্শক ঘাটতি হবে না বলেই মনে করেন ভালদানো। তিনি বলেন, সিটির কাছে রিয়াল হারার পর অনেকেই বলছেন, রোববার আরেকটি হার দেখার জন্য আসতে রাজি নন তারা। কিন্তু এটি ক্লাসিকো। এ ম্যাচ সব ক্ষত দূর করে দেবে। রিয়ালে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং ওরা নিজেদের মাঠে খেলবে। বার্সেলোনা নাপোলির বিপক্ষে খুব বাজে খেলেছে। নাপোলির সঙ্গে খেলা আর সিটির সঙ্গে খেলা এক কথা নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status