খেলা

রেকর্ড গড়ে হার সালমাদের

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৭ পূর্বাহ্ন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ জয়ের টার্গেট নিয়ে অস্ট্রেলিয়ায় পা রাখে সালমা বাহিনী। আসরে টানা হার শেষে তাদের হাতে বাকি আর দুই ম্যাচ। গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দেখে বাংলাদেশ। আর ম্যাচ শেষে নেতিবাচক দুই রেকর্ডে নাম ওঠে নারী ক্রিকেট দলের।

ক্যানবেরায় গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে ১৯০ রান করতে হতো বাংলাদেশকে। মানুকা ওভালে অভাবনীয় কিছু ঘটেনি। পুরো ২০ ওভার ব্যাট করে ১০৩/৯-এ থামেন সালমারা। জুটে ৮৬ রানের হার। রানের ব্যবধানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় হার। এর আগে দুবার ৭৯ রানে হারের নজির আছে তাদের। ২০১৪ বিশ্বকাপে তিন দিনের ব্যবধানে ইংল্যান্ড ও ভারতের কাছে একই ব্যবধানে হার দেখেছিল টাইগ্রেসরা।

ভারতের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের। -২.৬ রানরেট নিয়ে ‘এ’ গ্রুপে ৫ দলের মধ্যে তলানিতে অবস্থান করছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকেও। অস্ট্রেলিয়া টানা দুই জয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের রানরেটও যথেষ্ট ভালো- ১.২২। ভারত টানা তিন জয়ে এরই মধ্যে উঠে গেছে সেমিফাইনালে। গতকাল দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ রানে হারায় ভারত। আগে ব্যাট করে শেফারি বর্মার ৪৬ রানের সুবাদে ১৩৩/৮ সংগ্রহ করে তারা। জবাবে ১৩০/৬-এ থামে নিউজিল্যান্ড। বৃথা যায় অ্যামিলিয়া কেরের ১৯ বলে ৩৪* রানের বিস্ফোরক ইনিংস।

রান তাড়ায় ৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ১৯ রানে মুর্শিদা খাতুন (১৬ বলে ৮), ২৩ রানে শামিমা সুলতানা (৯ বলে ১৩) ও ২৬ রানে সাজঘরে ফেরেন সানজিদা ইসলাম (৭ বলে ৩)। চতুর্থ উইকেটে নিগার সুলতানা-ফারজানা হক ৫০ রানের জুটি গড়েন। দলীয় ৭৬ রানে নিগারের (৩২ বলে ১৯) বিদায়ে ভাঙে এ জুটি। এরপর ৮ রানের ব্যবধানে আরো ৫ উইকেট হারায় বাংলাদেশ।  একে একে ফেরেন রুমানা আহমেদ (১২ বলে ১৩) ও ফারজানা হক (৩৫ বলে ৩৬), জাহানারা আলম (১), অধিনায়ক সালমা খাতুন (০), খাদিজা তুল কুবরা (০)। অস্ট্রেলিয়ার হয়ে মেগান শাট ২১ রানে নেন ৩ উইকেট। জেস জোনাসেনের শিকার ২ উইকেট।
ক্যানবেরার মানুকা ওভালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৮৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। নারী টি-টোয়েন্টিতে এত রান আগে কখনো দেয়নি বাংলাদেশ। ২০১৮তে ১৬৯/৪ তুলেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি-বেথ মুনি গড়েন ১৫১ রানের জুটি। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে এটি অস্ট্রেলিায়ার রেকর্ড জুটি। ইনিংসের ১৭তম ওভারে হিলিকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা খাতুন। ৫৩ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৮৮ রান করেন হিলি। সালমার ওই ওভারেই একবার করে হিলি ও মুনির ক্যাচ ছাড়েন বাংলাদেশের ফিল্ডাররা। এর আগে ব্যক্তিগত ৫৬ রানে একবার মুনির ক্যাচ ছাড়েন সানজিদা। জীবন পেয়ে শেষ পর্যন্ত ৫৮ বলে ৮১ রানে অপরাজিত থাকেন মুনি। ৯টি চার হাঁকান তিনি। তিনে নামা অ্যাশলে গার্ডনার করেন ৯ বলে ২২* রান। তাকেও একবার জীবন দান করেন সোবহানা মোস্তারি। ৬ বোলারকে ব্যবহার করেন বাংলাদেশের অধিনায়ক সালমা। এদের মধ্যে ৮’র নিচে ইকোনমি ছিল রুমানা আহমেদ আর ফাহিমা খাতুনের। ফারহানা ৪০ ও সালমা দিয়েছেন ৩৯ রান। আর ২ ওভারেই খাদিজার খরচ ২৯ রান। চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে কাল ভোর ৬টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর আগামী ২রা মার্চ  শেষ ম্যাচে সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status