খেলা

লীগে দেশিদের পারফরমেন্সে হতাশ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৬ পূর্বাহ্ন

পাঁচ দিনের বিরতিতে যাওয়ার আগে শেষ হয়েছে  বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৭ ম্যাচ।  মোট গোল হয়েছে ৩৯টি। যার মধ্যে আত্মঘাতী গোল রয়েছে দুটি। বাকি ৩৭ গোলে নাম আছে ৮ স্থানীয় খেলোয়াড়ের। ৯ গোল করেছেন তারা। বাকি গোল বিদেশিদের। সর্বাধিক চার গোল করেছেন আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ২টি গোল করেছেন বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম। আর ইব্রাহিমের গোল পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও অন্যদের নিয়ে হতাশ জাতীয় দলের হেড কোচ জেমি ডে।
প্রিমিয়ার লীগের খেলা দেখতে গত ২০শে ফেব্রুয়ারি ঢাকায় ফেরেন বাংলাদেশ ফুটবল দলের এ ইংলিশ কোচ। ৮ দিন কাটিয়ে আজ আবার ছুটিতে যাচ্ছেন জেমি ডে। প্রো-লাইসেন্স কোর্স করতে আজ ঢাকা ছাড়বেন তিনি। ফিরবেন ৪ঠা মার্চ। ফিরেই ঘোষণা করবেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল। আগামী ২৬শে মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা ত্যাগের আগে জেমি ডে বলেন, আমি লীগের খেলা দেখেছি। লোকাল ফুটবলাররা গোল করতে না পারায় আমি হতাশ। তবে লীগ দুই-তিনজন খেলোয়াড় আমার নজরে পড়েছে। তাদের যে ম্যাচগুলো দেখেছি তাতে ঠিক আছে। তবে আমার হাতে এখন যারা আছে, তাদের চেয়ে ভালো প্রমাণ করতে পারলেই নতুনদের ডাকবো। আরো কিছু ম্যাচ দেখে সিদ্ধান্তটা নেবো।’ জাতীয় দলের কয়েকজন ইনজুরিতে আছেন। তাদের সম্পর্কে জেমি বলেন, ‘ক্যাম্প শুরু হতে এখনো তিন সপ্তাহ বাকি। এ সময়টা ওদের জন্য গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ফেরার মতো করে নিজেদের প্রস্তুত করতে হবে তাদের।’ প্রিমিয়ার লীগে এখনও গোল পাননি জাতীয় দলের প্রধান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। তার দল আবাহনী এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। আরেক স্ট্রাইকার বসুন্ধরা কিংসের মতিন মিয়া লীগে ৩ ম্যাচ খেলেও গোলের মুখ দেখেননি।
আবাহনীর সাদ উদ্দিনও তাই। এখন পর্যন্ত স্থানীয় যারা গোল পেয়েছেন, তাদের মধ্যে দুটি বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিমের। বাকি ৭ গোলদাতা হলেন-উত্তর বারিধারার আরিফ হোসেন, ব্রাদার্সের অরুপ কুমার বৈদ্য, চট্টগ্রাম আবাহনীর সাখাওয়াত হোসেন রনি, মুক্তিযোদ্ধার সোহেল রানা, মোহামেডানের শাহেদ, বসুন্ধরা কিংসের তৌহিদুল আলম সবুজ, সাইফ স্পোর্টিং ক্লাবের ইয়াছিন আরাফাত। আত্মঘাতী হওয়া দুটি গোলের একটি করেছেন স্থানীয় ফুটবলার বসুন্ধরা কিংসের নুরুল নাঈম ফয়সাল। আগামী ১৫ই মার্চ জাতীয় দলের ক্যাম্প শুরু করবেন জেমি। তার বিশ্বাস এই সময়ের মধ্যে জাতীয় দলের খেলোয়াড়রা গোলে ফিরবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status