খেলা

চাপ আর চ্যালেঞ্জ নিয়েই খেলতে পছন্দ তাদের

স্পোর্টস রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন বাংলাদেশের তিন তরুণ ক্রিকেটার নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ সাইফুদ্দিন। এদের মধ্যে নাঈম-ধ্রুব ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। আর চোট কাটিয়ে ৫ মাস পর মাঠে ফিরছেন সাইফুদ্দিন। তিনজনেরই লক্ষ্য ব্যক্তিগত পারফরমেন্সে দলের জয়ে অবদান রাখা। তিন ম্যাচের সিরিজ ৩-০তে জিততে চান তারা।
সুযোগ পেলে সবটুকু ঢেলে দেবেন নাঈম
২০ বছর বয়সী বাঁহাতি ওপেনার নাঈম শেখ এখন পর্যন্ত ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত তিনি। সুযোগ পেলে নিজের সবটুকু ঢেলে দেয়ার প্রতিশ্রুতি এই তরুণের। মারকুটে স্বভাবের নাঈম শেখ বলেন, ‘ভালো লাগছে, ওয়ানডে দলে ডাক পেয়েছি। সাদা বলের খেলা খুব উপভোগ করি। বাড়িতে গিয়ে সাদা বলে কাজ করেছি। কিছু জিনিস আমাকে বলে দেয়া হয়েছে কাজ করার জন্য। এসব নিয়েই কাজ করছি। প্রস্তুতি সব মিলিয়ে ভালো। মূল একাদশে যদি সুযোগ পাই, আমার ১০০% দেয়ার চেষ্টা করবো। চ্যালেঞ্জ নিয়ে খেলার ব্যাপারটা মজা লাগে আমার কাছে। সব সহজে হয়ে গেলে ভালো লাগে না। সিনিয়র ভাইদের সঙ্গে খারাপ-ভালো এসব নিয়ে আলোচনা হয়। চাপের মুহূর্তগুলো কীভাবে সামলাতে হয়, এসব নিয়ে কথা হয়।’
বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) নাঈমের পারফরম্যান্স ভালো হয়নি। লাল বলে সফল হতে কী করণীয় সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন অনূর্ধ্ব-১৯ খেলে এসেছি, তার আগে লাল বলে খেলেছি। মাঝে অনেক বড় একটা বিরতি ছিল। লাল বল নিয়ে কাজ করা হয়নি। অনুশীলন করলে ঠিক হয়ে যাবে। ছোট ছোট ভুল হচ্ছে, এজন্য আমি লাল বলে সফল না। আমার লাল বলে আরো বেশি অনুশীলন করা দরকার। টেস্ট দলে খেলা নিয়ে এখনো চিন্তা করিনি। ওটা (গত প্রিমিয়ার লীগ পারফরমেন্স) চলে গেছে। এখন সামনে যা আছে এসব নিয়ে ভাবছি। যেভাবে প্রস্তুতি নিয়েছি সেটা কাজে লাগানোর চিন্তা করবো।’
চাপ নয়, উপভোগ করতে চান সাইফুদ্দিন
চোটের কারণে দীর্ঘ ৫ মাস মাঠে নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে পুরোপুরি ফিট হয়ে ওঠায় দলে নেয়া হয়েছে তাকে। হঠাৎ দলে ফিরে সেরাটা দেয়া যে কারোর জন্যই বেশ চ্যালেঞ্জিং। আর নতুন করে চোটে পড়ারও একটা ভয় কাজ করে। তবে সাইফুদ্দিন ওসব নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘চোট থেকে সেরে মাঠে ফেরা আমার জন্য প্রথম নয়। অভ্যাস হয়ে গেছে। চোটের তো কোনো নিশ্চয়তা নেই। আমার পিঠের ব্যথা পুনর্বাসন প্রক্রিয়ায় ঠিক করেছি। আর চোট আসলে শুধু পিঠে না, হ্যামস্ট্রিং, গ্রোয়েন, হাঁটুতেও হতে পারে। গত পাঁচ ছয় মাস যা করে এসেছি সেগুলো করলে হয়তো এড়ানো যাবে। তবে কখন চোট হবে সেটা বলা কঠিন। ফিল্ডিং করতে গেলেও হয়ে যায়। আমি সম্পূর্ণ ছাড়পত্র পেয়েছি মেডিক্যাল টিম থেকে। এখন আমার কোনো বাধ্যবাধকতা নেই। বিসিএল খেলেছি, সেখানে একটু বাঁধাধরা নিয়ম ছিল। এখন আশা করি শতভাগ দিয়ে খেলতে পারবো। চাপ নয়, উপভোগ করা দরকার। চোটের কারণে হয়তো ৫ মাস বাইরে ছিলাম। কিন্তু আমি বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকবো। খারাপ খেললে বাইরে চলে যাবো।’
টেস্টে সফরকারী জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তবে ওয়ানডেতে তাদের একেবারে দুর্বল প্রতিপক্ষ ভাবছেন না সাইফুদ্দিন। তিনি বলেন, জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও নেদারল্যান্ডসের কাছে হেরেছিল টি-টোয়েন্টিতে। এসব জোর গলায় বলা কঠিন। তবে আমরা ধবলধোলাই করার লক্ষ্য নিয়েই খেলবো।
জায়গা পাকা করতে চান আফিফ
প্রথমবার ওয়ানডে দলে ডাক পাওয়া আরেক ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। এখন পর্যন্ত ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ভালো করে জায়গা পাকা করতে চান এই অফস্পিনিং অলরাউন্ডার। তিনি বলেন, ‘অনেক দিন থেকেই রোমাঞ্চ অনুভব করছি, টি-টোয়েন্টি খেলছি, ওয়ানডেতে কবে ডাক পাবো। আশাটা পূরণ হয়েছে। চেষ্টা করবো দলের জন্য ভালো কিছু করার। আমাদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই জিম্বাবুয়েকে ধবলধোলাই করা সম্ভব। দল যে পরিকল্পনা করবে, যে দায়িত্ব আমাকে দেবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করবো। সেটা নির্ভর করে ব্যাটিং অর্ডারের ওপর। যদি উপরে ব্যাট করি তাহলে অবশ্যই সময় নিয়ে খেলা যাবে। নিচে খেললে দল যখন যেটা চাইবে সেই অনুযায়ী খেলবো। সুযোগ পেলে প্রতি ম্যাচ ধরে মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করবো। আমরা অনেক জুনিয়র সুযোগ পাচ্ছি।  এখানে ভালো কিছু করে জায়গা ধরে রাখতে পারলে ভালো হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status