খেলা

‘রিয়াল গেরো’ খুললো ম্যান সিটি

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান আক্ষেপ করে বললেন, ‘আর দশটা মিনিট যদি মনোযোগ ধরে রাখতে পারতো ছেলেরা।’ বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-ম্যানচেস্টার সিটি লড়াইয়ের সমীকরণ ওলট-পালট হয়ে যায় ম্যাচের শেষ ১০ মিনিটেই। এ সময় দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ আর লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কৃত হন গ্যালাকটিকোদের অধিনায়ক সার্জিও রামোস। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে ৭৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যান সিটি শেষতক জেতে ২-১ ব্যবধানে। পঞ্চমবারের প্রচেষ্টায় চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালকে হারালো ইংলিশ জায়ান্টরা। আগের চার দেখায় ২ হার ও ২ ড্র দেখেছিল তারা। প্রতিপক্ষের মাঠে পাওয়া এই জয় কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে রাখবে ম্যান সিটিকে। তবে দলীয় কোচ পেপ গার্দিওলা পা মাটিতেই রাখছেন। ডাগআউটে জিদানের ওপর মুন্সিয়ানা দেখানো এই স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘কোনো দল যদি ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে সেটি রিয়াল মাদ্রিদ।’ আগামী ১৭ই মার্চ ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
গত মৌসুমের আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে অপ্রতিরোধ্য ছিল রিয়াল মাদ্রিদ। জিদানের অধীনে ইউরোপ সেরার এই আসরে হ্যাটট্রিক শিরোপা জেতে দলটি। ম্যানচেস্টার সিটির ডাগআউটে বিশ্বসেরা কোচ গার্দিওলা থাকলেও গত তিন মৌসুমে শেষ আটের গণ্ডিও পেরোতে পারেনি সিটিজেনরা। কিছু দিন আগে চ্যাম্পিয়ন্স লীগে আগামী দুই মৌসুমের জন্য নিষেধাজ্ঞা পেয়েছে ম্যান সিটি। এত এত চাপ মাথায় নিয়ে বুধবার রিয়ালের মাঠে খেলতে যায় দলটি। ৬০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের পাস নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড ইসকো।
৭২তম মিনিটে বারনার্দো সিলভাকে তুলে নিয়ে স্টার্লিংকে মাঠে নামান সিটি কোচ। রিয়াল ভিনিসিয়ুসের বদলি হিসেবে মাঠে নামেন বেল। ছয় মিনিট পর সমতায় ফেরে ম্যান সিটি। ডি ব্রুইনার ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন জেসুস। ৮২তম মিনিটে স্পট কিক থেকে সিটিকে এগিয়ে নেন ডি ব্রুইনা। ডিবক্সে স্টার্লিংকে রিয়ালের স্প্যানিয়ার্ড ডিফেন্ডার দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রিয়ালের খেলোয়াড়দের দাবির মুখে ভিএআর দেখলেও বদলায়নি সিদ্ধান্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status