দেশ বিদেশ

বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি করোনা শনাক্তে বাধাগ্রস্ত করবে- আইইডিসিআর

স্টিাফ রিপোর্টার

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৯:১২ পূর্বাহ্ন

বাংলাদেশে অবস্থানরত কোন বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি  করোনা ভাইরাস (কভিড-১৯) রোগী শনাক্ত করা ও প্রাদুর্ভাব প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশের মানুষকে আমাদের ঐতিহ্য অনুযায়ী সকল বিদেশী নাগরিকদের প্রতি অতিথিপরায়ণ আচরণ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আইইডিসিআর’র পরিচালক। গতকাল ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  একথা বলেন। তিনি আরো বলেন,  চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সহ আমাদের বিভিন্ন দেশের নাগরিকগণ নানা কারণে আমাদের দেশে বসবাস করছেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। চলমান করোনা ভাইরাস মহামারীর সঙ্গে কোন নির্দিষ্ট দেশের নাগরিকদের দায়ী করা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও ভীতিজনিত প্রাথমিক প্রতিক্রিয়া মাত্র। কোন বিশেষ দেশের নাগরিকদের প্রতি বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গি করোনা ভাইরাস(কভিড-১৯) রোগী শনাক্ত করা ও প্রাদুর্ভাব প্রতিরোধকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা বিঘিœত হবার আশংকা দেখা দিলে এ সব দেশের নাগরিকগণ স্বাস্থ্য কর্তৃপক্ষকে এড়িয়ে চলবেন।

আমরা বাংলাদেশের মানুষকে আমাদের ঐতিহ্য অনুযায়ী সকল বিদেশী নাগরিকদের প্রতি অতিথিপরায়ণ আচরণ অব্যাহত রাখার আহ্বান জানান প্রতিষ্ঠানটির পরিচালক। বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দর, সমুদ্র বন্দরসমুহ ও স্থল বন্দরসমুহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তবে করোনা ভাইরাস লক্ষণযুক্ত যাত্রী পাওয়া যায়নি। আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে করোনা ভাইরাস আক্রান্ত হবার আশংকায় ছিলেন এমন ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে এ যাবত কারো নমুনাতে করোনা ভাইরাস পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত ৩ লাখ ৩৬ হাজার ৩০০ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে এবং নমুনা পরীক্ষা করা হয় ৮৩ জনের।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status