বাংলারজমিন

সিলেটে শোকসভায় মেননের অনুভূতি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:০২ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসী লেখক গবেষক সাংবাদিক ইসহাক কাজলের নাগরিক শোকসভায় অংশ নিয়ে প্রধান আলোচকের বক্তব্যে সাবেক মন্ত্রী বাংলাদেশ ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, একজন সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে ইসহাক কাজল আজীবন এদেশের শ্রমজীবী দলিত মানুষের মুক্তির কথা বলে গেছেন। সাংবাদিকতা ও রাজনীতি দুই সত্তায় তিনি একজন সফল মানুষ ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শোকসভা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা শাখার সম্পাদক ইন্দ্রাসী সেন শম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। শুরুতে ইসহাক কাজলের জীবনী পাঠ করেন শোকসভা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী। বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ, গণফোরামের সিলেট জেলা সভাপতি এডভোকেট আনসার খান, সাম্যবাদী দলের সিলেট জেলা সভাপতি কমরেড ধীরেন সিংহ, সিনিয়র সাংবাদিক আ.ফ.ম সাঈদ, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সম্পাদক আব্দুল হান্নান চিনু, ইসহাক কাজলের ভাই স্কুলশিক্ষক টিকুল আলী, জেলা গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আইয়ুব আলী, ন্যাপ সিলেট জেলার সম্পাদক এমএ মতিন, সিসিকের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সভাপতি এড. আনোয়ার হোসেন, দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার এম আহমদ আলী, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুস সালাম, বাসদের জেলা নেতা এড. হুমায়ুন রশীদ চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মালিক, চা শ্রমিক নেতা নিকেশ মণি, সংবাদপত্র হকার্স শ্রমিক নেতা আব্দুস সাত্তার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন প্রমুখ।
শোকসভার শুরুতে ইসহাক কাজলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ এবং ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status