দেশ বিদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন ২৯শে মার্চ

কোর্ট রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:২০ পূর্বাহ্ন

বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় আগামী ২৯শে মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য্য করেছে আদালত। ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে সোমবার এ মামলার চার্জশিট দাখিলের জন্য ধার্য্য তারিখে সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় আদালত আগামী ২৯শে মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য্য করেন। মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এনিয়ে ৩৯ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছানো হয়েছে। উল্লেখ্য, গেল ২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজর্াভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গত ২০১৬ সালের ১৫ই মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তাং-২৪-০২-২০২০ইং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status