দেশ বিদেশ

মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদন

স্টাফ রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৫ পূর্বাহ্ন

‘হজ প্যাকেজ ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দ’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এবার চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহজ ১৪৪১, ৩০শে জুলাই ২০২০ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।  হজযাত্রীর বিমান ভাড়া, সৌদি আরবে বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, মোয়াল্লিম ফি, জমজমের পানি, খাবার এবং অন্যান্য খরচবাবদ সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর জন্য একটি প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। সেই প্রস্তাব কেবিনেট বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় সর্বমোট চার লাখ ২৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৫০০ টাকা বেশি। প্যাকেজ-২ এর আওতায় সর্বমোট তিন লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১৬ হাজার টাকা বেশি। সরকারি ব্যবস্থাপনায় এবারই প্রথম তৃতীয় প্যাকেজ সরকার প্রবর্তন করেছে। এর আওতায় সর্বমোট ৩ লাখ ১৫ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। কেবিনেট সচিব আরও বলেন, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মসজিদুল হারাম চত্বরের সীমানা থেকে সর্বোচ্চ ৭০০ মিটার, প্যাকেজ-২ এর হজ যাত্রীরা ১৫০০ মিটার এবং প্যাকেজ-৩ এর হজযাত্রীরা ১৫০০ মিটারের অধিক দূরত্বে অবস্থান করবেন।
বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর জন্য ৩ লাখ ৫৮ হাজার টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলো সরকারি প্যাকেজ-১, প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। প্রত্যেক হজ এজেন্সি কমপক্ষে ১০০ জন, সর্বোচ্চ ৩০০ জন হজযাত্রী পাঠাতে পারবেন।  হজ এজেন্সিগুলো কোনও অবস্থায় ৩০০ এর বেশি টিকিট দিতে পারবে না। যারা পবিত্র হজ পালন করতে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ ২০২১ সালের ১লা  ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ থাকতে হবে। প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন গাইড নিয়োগ করা হবে। হজযাত্রীদের কোরবানির ব্যয়ের টাকা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং এর জন্য প্যাকেজ ছাড়া অতিরিক্ত ৫২৫ সোদি রিয়ালের সমপরিমাণ ১২ হাজার ৭৫ টাকা সঙ্গে নিতে হবে। বিমানের টিকিট বাবদ গৃহীত অর্থ এজেন্সি ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে না। হজযাত্রীদের সংখ্যা অনুযায়ী সরাসরি পে-অর্ডারের মাধ্যমে এয়ারলাইন্সকে পরিশোধ করতে হবে এবং সৌদি আরবের বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন বাবদ গৃহীত অর্থ আইবিএএন- এর মাধ্যমে সৌদি আরবে প্রেরণ ব্যতিত এজেন্সি উত্তোলন করতে পারবে না। এছাড়া মন্ত্রিসভায় কিশোরগঞ্জ জেলা সদরে ‘বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং ‘জাতীয় ডিজিটাল কমার্স(সংশোধিত) নীতিমালা-২০২০’-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status