অনলাইন

করোনা ভাইরাস সম্পর্কে জানতে প্রবাসী বাংলাদেশিরা আইইডিসিআর’এর সঙ্গে যোগাযোগ করুন

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৬:২২ পূর্বাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের করোনা ভাইরাস (কভিড-১৯) সম্পর্কে জানতে আইইডিসিআর’এর সঙ্গে যোগাযোগ করতে বলেছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনা ভাইরাস (কভিড-১৯) সম্পর্কে তথ্য ও স্বাস্থ্য বিধি বাংলাতে আইইডিসিআর-এর ওয়েবসাইটে দেয়া আছে। ভাষাগত কারণে প্রবাসে সে দেশের স্বাস্থ্য তথ্য বুঝতে বা অন্য কোন সমস্যা হলে আইইডিআর’র সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে প্রবাসীদের করোনা ভাইরাস (কভিড-১৯) বিষয়ে সমস্যা সমাধানে কাজ করবো। প্রবাসী বাংলাদেশিগণ আমাদের সঙ্গে ই-মেইল ঠিকানাতে যোগাযোগ করতে পারেনঃ [email protected]। তিনি করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে বিশ্ব, বাংলাদেশ, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, আরব আমিরাত, ইরান ও ইটালির পরিস্থিতি তুলে ধরেন। আমরা লক্ষ্য করছি যে, চীন সহ বিশ্বের ২৯টিরও বেশি দেশে এর প্রাদুর্ভাব ঘটেছে। এসব দেশগুলোর অধিকাংশতেই বাংলাদেশের মানুষ বসবাস করছেন। এ যাবত প্রাপ্ত খবর অনুযায়ী শুধুমাত্র সিঙ্গাপুর ও আরব আমিরাতে বাংলাদেশের কয়েকজন করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে সব দেশে সবাই ঝুঁকিতে আছেন। প্রবাসী বাংলাদেশিদের করোনা ভাইরাস পরিস্থিতি অবহিত হতে নিয়মিত এদেশে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিদেশী দূতাবাস ও প্রবাসে বাংলাদেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে পরিচালক উল্লেখ করেন। ক্ষেত্র বিশেষে আমরা সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করছি। প্রবাসে বাংলাদেশিদেরকে আমরা অনুরোধ করছি, যে দেশে অবস্থান করছেন সে দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status