খেলা

প্রথমবারের মতো ওয়ানডে দলে আফিফ-নাঈম শেখ

স্পোর্টস রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:৫১ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। দলে এসেছে অনেক বদল। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আফিফ হোসেন ও নাঈম শেখ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার সাইফুদ্দিন আহম্মেদ। সাড়ে চার বছর পর আবারো সাদা বলে সুযোগ পেয়েছেন পেসার আল আমিন হোসেন।
দল নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘অধিনায়ক’ মাশরাফির দলে ফেরাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  প্রায় আট মাস পর ওয়ানডে দলে ফিরেছে মোহাম্মদ সাইফুদ্দিন। আর এ দুজনের প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের বিপক্ষে ভারসাম্যপূর্ণ দল পেয়েছি আমরা।’ ইংল্যান্ডের মাটিতে সবশেষ বিশ্বকাপের পর ওয়ানডে খেলেননি সাইফুদ্দিন। যেতে পারেননি বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে। তবে খেলেছিলেন ঘরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। পিঠের ব্যথার কারণে বাদ পড়ে যান ভারত সফরের দল থেকেও । ইনজুরির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপিএল এবং পাকিস্তান সফরেও যাওয়া হয়নি এ পেস বোলিং অলরাউন্ডারের। মিরপুরে চলতি টেস্টের আগেরদিন সাইফুদ্দিনের অভাব বোধ করার কথা জানিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সাইফুদ্দিন না থাকায় একজন বোলার কম নিয়েই খেলতে হচ্ছে বাংলাদেশকে। তবে ওয়ানডে সিরিজে সাইফুদ্দিনকে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নান্নু। অধিনায়ক মাশরাফি নিজেও প্রায় ৮ মাস পর ফিরেছেন দলে। ইংল্যান্ড বিশ্বকাপে তারা দুজন একসঙ্গেই খেলেছিলেন নিজেদের শেষ ওয়ানডে। ২০১৫ সালের নভেম্বরে শেষ ওয়ানডে খেলা পেসার আল আমিন হোসেনও ফিরেছেন দলে। ব্যাপক পরিবর্তনের সিরিজে বাদ পরেছেন ফরহাদ রেজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত। আর ব্যক্তিগত কারণে থাকছেন না সৌম্য সরকার।
আগামী ১, ৩ ও ৬ই মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ওয়ানডে দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status