খেলা

জুনিয়র এশিয়া কাপের চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:৫০ পূর্বাহ্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ৪-১২ই জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক মেন্স জুনিয়র এশিয়া কাপ। টুর্নামেন্ট সামনে রেখে গতকাল সোনারগাঁও হোটেলের এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। একই দিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়।  এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি করে বাংলাদেশ হকি ফেডারেশন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাহফে সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট একটি বিশেষ তাৎপর্য বহন করবে। এশিয়ান হকি ফেডারেশন (এইচএফ) প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম বলেন, শুধু এশিয়া নয়, আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশ এখন একটি পরাশক্তির নাম। একই বছর এই দেশে জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ফেডারেশন কর্মকর্তাদের একান্ত প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে।
জুনিয়র এশিয়া কাপের নবম আসরে অংশ নিচ্ছে ১০টি দল। ২০১৫’র জুনিয়র এশিয়া কাপের সেরা ৬ দল বর্তমান চ্যাম্পিয়ন ভারত,  রানার্সআপ পাকিস্তান, দক্ষিন কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ সরাসরি অংশ নিচ্ছে। আর ২০১৯-এর ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করা চার দেশ চীন, ওমান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান এই আসরে খেলবে। টুর্নামেন্টের সেরা তিন দল ২০২১-এ ভারতে অনুষ্ঠিতব্য ১৬ দলের এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status