খেলা

আবারো ব্যর্থ কোহলি, শঙ্কায় ভারত

স্পোর্টস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:৫০ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সফরে ব্যাট হাতে আবারো ব্যর্থ বিরাট কোহলি। আর ওয়েলিংটনে হারের মুখে তার দল ভারত। ম্যাচের প্রথম ইনিংসে ১৬৫ রানে গুঁড়িয়ে যাওয়ার পর দ্বিতীয় দফা ব্যাটিংয়েও অনুজ্জ্বল ভারতীয়রা। সমালোচনা চলছে কোহলির নেতৃত্বগুণেরও। গতকাল ১৪৪/৪ সংগ্রহ নিয়ে ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ করে বিরাট কোহলির দল। তখন তারা পিছিয়ে ছিল ৩৯ রানে। ওয়েলিংটনে গতকাল দ্বিতীয় সেশনে ৩৪৮ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে বল হাতে নৈপুণ্যের পর ব্যাটিংয়েও দক্ষতা দেখান কাইল জেমিসন। ৯ নম্বরে ব্যাট হাতে ৪৫ বলে ৪৪ রান করেন ২৫ বছর বয়সী এ কিউই ক্রিকেটার। ইনিংসে জেমিসন হাঁকান চারটি ছক্কা। ১৮৩ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর দরকার ছিল ভারতের। কিন্তু অল্পতেই উইকেট খুইয়ে দলের ওপর চাপ বাড়ান ভারতের ব্যাটিংক্রমের শীর্ষ চার খেলোয়াড় পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। দলীয় ২৭ রানে পৃথ্বী শ’র (১১) উইকেট খোয়ায় সফরকারীরা। প্রথম ইনিংসের পর ম্যাচে দ্বিতীয় দফায় ব্যাটিংয়েও ঠিক ১১ রানে থামেন ভারতের ‘স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যান’ চেতেশ্বর পূজারা। অর্ধশতক পূর্ণ করার পর সাজঘরে ফেরেন আগারওয়াল (৫৮)। ৪৫.২তম ওভারে অধিনায়ক কোহলির বিদায়ে ১১৩/৪ সংগ্রহ নিয়ে শঙ্কা নামে ভারতীয় শিবিরে। ক্রিজ কামড়ে দিনের বাকি ১৯.৪ ওভার কাটান আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারী। জুটিতে তারা স্কোর বোর্ডে যোগ করেন মাত্রই ৩১ রান। এবারের নিউজিল্যান্ড সফরে নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সিরিজে  তিন ফরম্যাটের ক্রিকেটেই তিনি অনুজ্জ্বল। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ২ রান করেন কোহলি। সফরে তিন ফরম্যাটে কোহলির আট ইনিংসে সংগ্রহ ৪৫, ১১, ৩৮, ১১, ৫১, ১৫, ৯, ২, ১৯। বেসিন রিজার্ভ মাঠে গতকাল দিনের শুরুটা ছিল ভারতের। আগের দিনের  ২১৬/৫ সংগ্রহ নিয়ে গতকাল স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন ইনফর্ম কিউই ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। দলীয় ২২৫ রানে নিউজিল্যান্ড হারায় সপ্তম উইকেট। কিন্তু পরে লাগাম ঢিলা হয় ভারতের।  শেষ ৩ উইকেটে নিউজিল্যান্ডের স্কোর বোর্ডে যোগ হয় ১২৩ রান। এতে সমালোচনা হচ্ছে কোহলির নেতৃত্বগুণেরও। টেস্টের সমপ্রচারক চ্যানেলকে ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘টিম সাউদিকে তুলে নেয়ার পর চাপটা ধরে রাখেনি ভারত। একপর্যায়ে মনে হয়েছে ওরা ১০০ রানের লিডও পাবে না। কিন্তু ভারত রক্ষণাত্মক হয়ে পড়েছিল। কোহলির কৌশল ঠিক ছিল না। ফিল্ডারদের ঠিক জায়গায় রাখতে পারেননি তিনি। বিশেষ করে যখন হাতে দ্বিতীয় নতুন বল। লেজের ব্যাটসম্যানদের ফেরাতে হাতে তিন পেসার থাকতেও রবিচন্দ্রন অশ্বিনকে আনা হয়। কোহলির এ ভুলে ভারত টেস্ট হারতেও পারে।’
ভারতের বল হাতে ২২.২ ওভারের স্পেলে ৬৮ রানে পাঁচ উইকেট নেন পেসার ইশান্ত শর্মা। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার তিন উইকেট। টেস্টে ৯৭ ম্যাচের ক্যারিয়ারে ইশান্তের এটি ১১তম পাঁচ উইকেট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সাত ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ভারতের। ৭ জয়ে ৩৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতই। ১০ ম্যাচে ৭ জয় ও দুই হারে ২৯৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের একটিতে জয় ও চারটি হার নিউজিল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই হার দেখেছে টাইগাররা। আর জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের চলতি ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status