দেশ বিদেশ

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিএসএফ-বিজিবি’র বৈঠক

কলকাতা প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:৩১ পূর্বাহ্ন

সীমান্তে অপ্রীতিকর অবস্থা এড়াতে, অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধ করতে কী কী কড়া পদক্ষেপ দু’তরফেই প্রয়োজন রয়েছে, সেসব নিয়ে বিএসএফ ও বিজিবি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। সম্প্রতি নদীয়ার গেদেতে ৫৪ নম্বর বিএসএফ’র ব্যাটালিয়নের অফিসে বিএসএফ (কৃষ্ণনগর  সেক্টর) এবং বিজিবি’র (কুষ্টিয়া সেক্টর) মধ্যে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ’র তরফে সেক্টর কমান্ডার ডিআইজি প্রমোদকুমার আনন্দ, অপারেশন  সেকশনের কমান্ড্যান্ট সুদীপ কুমার সহ বেশ কয়েকজন অফিসার। অন্যদিকে, বিজিবি’র তরফে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের ডেপুটি ডিরেক্টর  জেনারেল জিয়া সাদাত খান, কমান্ডিং অফিসার ডিরেক্টর কামরুল আহসান সহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। সীমান্তে বেশ কয়েকটি অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে দুই বাহিনীর মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। বিএসএফ’র দক্ষিণবঙ্গের জনসংযোগ অধিকর্তা রবি রঞ্জন এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, দুই দেশের সম্প্রীতি রক্ষায় বিভিন্ন সমস্যা ও দুই বাহিনীর সহযোগিতার মাধ্যমে সেগুলোর মীমাংসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, দুই বাহিনীর মধ্যে যদি কোনো বোঝাপড়ার অভাব থাকে তবে তা আলোচনার মাধ্যমে দূর করার জন্য নিয়মিত এই ধরনের বৈঠকের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ কার্যকলাপ মোকাবিলায়  কৌশলগত বিষয় নিয়েও নিয়মিত আলোচনার কথা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, বৈঠক হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে। বিএসএফ’র এক কর্তা বলেছেন, কোনোভাবে সীমান্ত যাতে উত্তপ্ত না হতে পারে সেজন্য সীমান্তের দু’দিকেই পরিস্থিতি সব সময় শান্ত রাখতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status